শারিরিক স্পর্শ ছাড়াই ফোনে পরিমাপ করা যাবে তাপমাত্রা

প্রকাশ: শুক্রবার, ০৩ মে, ২০১৯
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png টেকভয়েস২৪  ডেস্ক
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png
  ছবি: সংগৃহীত
প্রযুিক্তর বিকাশে প্রতিদিন যোগ হচ্ছে নিত্যনতুন উদ্ভাবন। এবার বিল্ট-ইন থার্মোমিটার সম্বলিত প্রথম এন্ট্রি-লেভেল স্মার্টফোন উন্মোচন করেছে ইউমিডিজি। ৫ ওয়ার্টের চার্জিং সুবিধা নিয়ে সাথে থাকছে ৪ হাজার ১৫০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি। তিনটি রঙে পাওয়া যাবে ফোনটি।

ইনফ্রারেড কনট্যাক্টলেস থার্মোমিটার হওয়ায় শারিরিক স্পর্শ ছাড়াই যেকারো তাপমাত্রা পরিমাপ করা যাবে এই ফোনের সাহায্যে।

ফোনটির পাশে একটি শর্টকাট বাটন রয়েছে। বাটনটি ব্যবহার করেই থার্মোমিটার অ্যাপ চালু কিংবা কথা বলা শুরু করা যাবে।

ফোনটিতে থাকছে অ্যান্ড্রয়েড ১০ গ্রো সংস্করণ। এছাড়া ভেতরে থাকছে মিডিয়াটেক এমটি৬৭৩৭ চিপসেট, ২ গিগাবাইট র্যাম ও ৩২ গিগাবাইট স্টোরেজ।

তিনটি কার্ড স্লট থাকায় এতে দুটি সিমের পাশাপাশি একটি মাইক্রোএসডি কার্ড ব্যবহার করা যাবে। থাকছে গ্লোবাল এলটিই ব্যান্ডস সাপোর্ট।

৬.৫৩ ইঞ্চির এলসিডি ডিসপ্লে নিয়ে ফোনটিতে থাকছে ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। ফিঙ্গারপ্রিন্ট সেন্সর না থাকলেও থাকছে ফেস আনলক সুবিধা। পিছনে থাকছে ১৩ মেগাপিক্ষে, ৮ মেগাপিক্সেল ও ২ মেগাপিক্সেল সেন্সর।

আপনার মতামত দিন