ডিজিটালাইজেশনের এই যুগে ইন্টারনেট ছাড়া মানুষ যেন অসহায়। মানুষ অনলাইন থেকে শুরু করে ব্যক্তি এবং প্রতিষ্ঠানের বিভিন্ন কাজে ইন্টারনেট নেটওয়ার্ক ব্যবহার করে থাকে। কয়েকভাবে ইন্টারনেট ব্যবহার করে থাকেন মানুষ। এর মধ্যে রয়েছে তারহীন ওয়াই-ফাই ইন্টারনেট নেটওয়ার্ক এবং মোবাইলের ডাটা নেটওয়ার্ক।
সব ইন্টারনেট নেটওয়ার্ক ব্যবহারের ক্ষেত্রে পাসওয়ার্ড খুবই গুরুত্বপূর্ণ।
মানুষ কখনো কখনো জটিল মানুষ কখনো জটিল পাসওয়ার্ড ব্যবহার করে থাকেন। পাসওয়ার্ড জটিল হলে তা মনে রাখা সম্ভব হয় না। ফলে নতুন ফোনে ইন্টারনেট চালু করতে বা কেউ ওয়াই-ফাইয়ের পাসওয়ার্ড জানতে চাইলে বেশ বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে হয়।
তবে চাইলেই ওয়াই-ফাই নেটওয়ার্কের সঙ্গে যুক্ত থাকা যেকোনো অ্যান্ড্রয়েড ফোন থেকে ভুলে যাওয়া ওয়াই-ফাইয়ের পাসওয়ার্ড জানা যায়।
স্মার্টফোনে ব্যবহৃত ওয়াই-ফাই নেটওয়ার্কের পাসওয়ার্ড জানার জন্য প্রথমে ফোনের সেটিংস অ্যাপ খুলে ওয়াই-ফাই অপশনে যেতে হবে। তারপর যে নেটওয়ার্কে ফোন যুক্ত রয়েছে, সেটির পাশে থাকা গিয়ার আইকনে ক্লিক দিতে হবে। এবার পাসওয়ার্ড ফিল্ডের পাশে থাকা ‘আই’ আইকনে ক্লিক করলেই স্মার্টফোনে ব্যবহৃত ওয়াই-ফাই নেটওয়ার্কের পাসওয়ার্ড পাওয়া যাবে।