শিডিউল করে যেভাবে অ্যান্ড্রয়েড থেকে বার্তা পাঠাবেন

প্রকাশ: বুধবার, ০২ এপ্রিল, ২০২৫
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png টেকভয়েস২৪  ডেস্ক
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png
  ছবি: সংগৃহীত
মানুষ ব্যস্ততার কারণে প্রায় সময়ই অন্যকে বার্তা পাঠাতে ভুলে যায়। মানুষ যাতে অনেক গুরুত্বপূর্ণ বার্তা সময় মতো পাঠাতে ভুলে না যান তা সহজ করে দিয়েছে প্রযুক্তি। এখন অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের গুগল মেসেজেস অ্যাপ ব্যবহার করে আগে থেকেই বার্তার সময় নির্ধারণ করে পাঠানো সম্ভব।

এতে করে প্রয়োজনীয় তথ্য সঠিক সময়ে পৌঁছায় এবং ভুলে যাওয়ার ঝুঁকি কমে এসেছে। এখন দেখে নেয়া যাক অ্যান্ড্রয়েড স্মার্টফোন থেকে মেসেজ শিডিউল করে পাঠানোর কৌশল।

শিডিউল মেসেজ পাঠানোর জন্য প্রথমে ফোনের গুগল মেসেজেস অ্যাপ চালু করতে হবে। এরপর নতুন বার্তা লেখার জন্য একটি চ্যাট খুলতে হবে অথবা আগে লেখা চ্যাট নির্বাচন করে প্রয়োজনীয় বার্তা টাইপ করতে হবে। এরপর বার্তা পাঠানোর জন্য সেন্ড বোতাম কিছুক্ষণ চাপ দিয়ে ধরে রাখতে হবে। এবার তিনটি নির্ধারিত সময়ের প্রস্তাব দেখা যাবে। তবে তিনটি নির্দিষ্ট সময়ের বাইরে কোনো সময় নির্বাচন করতে চাইলে সিলেক্ট ডেট অ্যান্ড টাইম অপশনে যেতে হবে। এরপর পছন্দের তারিখ ও সময় নির্ধারণ করে সেন্ড বোতাম চাপতে হবে।
image

আপনার মতামত দিন