বাংলাদেশে স্থানীয়ভাবে তৈরি চারটি মিতসুবিশি এক্সপ্যান্ডার মডেল প্রদর্শন

প্রকাশ: শনিবার, ০৩ মে, ২০২৫
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png নিজস্ব প্রতিবেদক
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png
  ছবি: সংগৃহীত
বাংলাদেশে স্থানীয়ভাবে সংযোজন করা চারটি নতুন মডেলের মিতসুবিশি এক্সপ্যান্ডার গাড়ি প্রদর্শন করেছে পরিবেশক প্রতিষ্ঠান র‍্যানকন। মডেলগুলো হলো, এক্সপ্যান্ডার ক্ল্যাসিক, এক্সপ্যান্ডার প্রিমিয়াম, এক্সপ্যান্ডার ইকো এবং এক্সপ্যান্ডার স্পোর্ট। এর মধ্যে তিনটি মডেল প্রদর্শিত হয়েছে ঢাকা মোটর শোতে।

৩ মে (শনিবার)  এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যানকন জানিয়েছে, এক্সপ্যান্ডার ক্ল্যাসিক ও প্রিমিয়াম মডেলে রয়েছে প্রিমিয়াম লেদার সিট, গাড়ির সামনের অংশে হুড এমব্লেম, ছাদে রুফ রেইল, জানালায় রেইন ভাইজর, চারদিকে দেখা যায় এমন ৩৬০ ডিগ্রি ক্যামেরা এবং অ্যান্ড্রয়েড প্লেয়ার। স্পোর্ট মডেলেও রয়েছে বডি কিট, লেদার সিট ও ৩৬০ ডিগ্রি ক্যামেরা। অন্যদিকে, এক্সপ্যান্ডার ইকো মডেলটি পরিবেশবান্ধব এবং জ্বালানিসাশ্রয়ী।

প্রতিটি গাড়ির দাম রাখা হয়েছে ৩৪ লাখ থেকে ৪০ লাখ টাকার মধ্যে। ক্রেতারা চাইলে আগাম অর্ডার দিয়ে গাড়িগুলো কিনতে পারবেন।

র‍্যাংগস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ হামদুর রহমান বলেন, ‘মিতসুবিশি সব সময়ই একটি নির্ভরযোগ্য ব্র্যান্ড হিসেবে পরিচিত। এই ব্র্যান্ডের বড় দিক হচ্ছে এর বিশ্বমানের প্রযুক্তি ও নির্ভরতা। মিতসুবিশি এক্সপ্যান্ডার এখন বাংলাদেশে স্থানীয়ভাবে সংযোজন করা হচ্ছে, যা বাংলাদেশের গাড়ির বাজারে যুগান্তকারী পরিবর্তন নিয়ে আসবে। র‍্যানকনের শোরুম থেকে আকর্ষণীয় মূল্যে গাড়িগুলোর অগ্রিম ফরমাশ দেওয়া যাবে।’

র‍্যানকনের অটো ডিভিশন ১-এর ডিভিশনাল ডিরেক্টর শোয়েব আহমেদ বলেন, ‘আমরা বাংলাদেশের অটোমোবাইল–শিল্পে এক নতুন যুগের সূচনা করছি। মিতসুবিশি এক্সপ্যান্ডারের পাশাপাশি আরও নতুন মডেলের গাড়ি স্থানীয়ভাবে সংযোজন করা আমাদের দীর্ঘমেয়াদি লক্ষ্য। আমরা বিশ্বাস করি, এই নতুন পদক্ষেপের মাধ্যমে দেশের গাড়ির বাজারে নতুন দিগন্ত উন্মোচিত হবে।’
image

আপনার মতামত দিন