চালকদের নিরাপত্তা ও সুস্থতার প্রতি গুরুত্ব আরোপ করতে আন্তর্জাতিক সামাজিক উদ্যোগ ভিশনস্প্রিং-এর সাথে একটি যৌথ উদ্যোগের ঘোষণা দিয়েছে উবার বাংলাদেশ। এই উদ্যোগের আওতায় ‘সি টু বি সেফ’ ক্যাম্পেইন চালু করা হয়েছে। পরিবহন পেশাজীবীদের চোখ পরীক্ষা ও চশমা সুবিধা নিশ্চিত করা ও সড়ক নিরাপত্তা উন্নত করাই এই ক্যাম্পেইনের লক্ষ্য।
এই কর্মসূচির অংশ হিসেবে ভিশনস্প্রিং ঢাকাসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরে উবার চালকদের জন্য বিনা মূল্যে চোখ পরীক্ষা পরিচালনা করবে ও স্বল্পমূল্যে চশমা সরবরাহ করবে। উবার বাংলাদেশে যাত্রা শুরুর ৯ বছর পূর্তি উপলক্ষে চলতি সপ্তাহ থেকেই এ কার্যক্রম শুরু হয়েছে।
গবেষণায় দেখা গেছে, বাণিজ্যিক যানবাহনের উল্লেখযোগ্য সংখ্যক চালক অজানা দৃষ্টিজনিত সমস্যায় ভুগছেন যা সরাসরি দৃষ্টিসীমা, প্রতিক্রিয়া সময় ও নিরাপদ গাড়ি চালনায় প্রভাব ফেলে। ভিশনস্প্রিংয়ের কার্যকর সার্ভিস মডেল ও উবারের বড় পরিসরে চালকদের সম্পৃক্ত করার সক্ষমতাকে একত্রিত করে ‘সি টু বি সেফ’ উদ্যোগ সড়ক নিরাপত্তায় একটি ইতিবাচক পরিবর্তন আনতে কাজ করবে।
উবার বাংলাদেশের কান্ট্রি হেড নাশিদ ফেরদৌস কামাল বলেন, “সড়ক নিরাপত্তা উবারের মূল লক্ষ্যগুলোর একটি। নিরাপদভাবে গাড়ি চালানোর জন্য পরিষ্কার দৃষ্টিশক্তি অত্যন্ত জরুরি হলেও বিষয়টি অনেক সময় উপেক্ষিত থাকে। ভিশনস্প্রিংয়ের সঙ্গে এই যৌথ প্রচেষ্টার মাধ্যমে আমরা আমাদের চালকদের সুস্থতা ও নিরাপত্তায় বিনিয়োগ করছি। বাংলাদেশে আরও নিরাপদ ও দায়িত্বশীল যাতায়াত ব্যবস্থা গড়ে তোলার অঙ্গীকারের অংশ হিসেবে ‘সি টু বি সেফ’ ক্যাম্পেইন চালু করতে পেরে আমরা গর্বিত।”
ভিশনস্প্রিং বাংলাদেশ-এর কান্ট্রি ডিরেক্টর মিশা মাহজাবীন বলেন, “উবার বাংলাদেশের সঙ্গে অংশীদার হতে পেরে আমরা আনন্দিত। হাজারো চালকের জন্য চোখ পরীক্ষা ও চশমা সুবিধা নিশ্চিত করা এই উদ্যোগ সড়ক দুর্ঘটনার ঝুঁকি কমাতে এবং চালকদের আয়ের সক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নিরাপদ ও উৎপাদনশীলভাবে কাজ করার পথে কারও দৃষ্টিশক্তি যেন বাধা না হয় এ লক্ষ্যেই ভিশনস্প্রিং কাজ করে যাচ্ছে।”
“সি টু বি সেফ” উদ্যোগ উবার বাংলাদেশের চালক নিরাপত্তা-সংক্রান্ত অঙ্গীকারেরই অংশ যার ভেতর রয়েছে সহায়তা কর্মসূচি, প্রশিক্ষণ, ডিজিটাল সেফটি টুলস ও কমিউনিটি-ভিত্তিক নানা উদ্যোগ।