স্যামসাং ইলেকট্রনিকস তাদের নতুন হোম থিয়েটার লাইনআপ উন্মোচন করেছে। চলতি সপ্তাহে এক বিবৃতিতে দক্ষিণ কোরিয়াভিত্তিক প্রযুক্তি জায়ান্টটি জানায়, তাদের সর্বাধুনিক এলসিডিভিত্তিক ফোরকে টেলিভিশনগুলোতে যুক্ত করা হয়েছে নতুন প্রজন্মের ডিসপ্লে ব্যাকলাইটিং প্রযুক্তি। এর ফলে আগের মডেলগুলোর তুলনায় আরও বিস্তৃত রঙের পরিসর বা ‘কালার রেঞ্জ’ প্রদর্শন করা সম্ভব হবে।
নতুন ব্যাকলাইটিং প্রযুক্তিতে উন্নত ভিজ্যুয়াল অভিজ্ঞতা
স্যামসাংয়ের দাবি, নতুন ব্যাকলাইটিং সিস্টেম টিভির রঙ, উজ্জ্বলতা ও কনট্রাস্টে উল্লেখযোগ্য উন্নতি এনেছে। বিশেষ করে অন্ধকার ও উজ্জ্বল দৃশ্যের মধ্যে পার্থক্য আরও স্পষ্টভাবে ফুটে উঠবে। এতে সিনেমা দেখা, স্পোর্টস সম্প্রচার উপভোগ কিংবা গেম খেলার অভিজ্ঞতা আরও প্রাণবন্ত হবে বলে মনে করছে প্রতিষ্ঠানটি।
বাজারে আসছে নতুন ওএলইডি সিরিজ
এলসিডি মডেলের পাশাপাশি স্যামসাং তাদের হাই-এন্ড ওএলইডি টিভির পরবর্তী সিরিজও বাজারে এনেছে। নতুন এই ওএলইডি টিভিগুলোতে উন্নত প্যানেল প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, যা নিখুঁত কালো রঙ, উচ্চ রিফ্রেশ রেট এবং শক্তি সাশ্রয়ী পারফরম্যান্স নিশ্চিত করবে। প্রিমিয়াম টিভি সেগমেন্টে এই সিরিজ স্যামসাংয়ের প্রতিযোগিতামূলক অবস্থান আরও শক্তিশালী করবে বলে ধারণা করা হচ্ছে।
এআই প্রযুক্তিতে আরও স্মার্ট টিভি
নতুন টিভি সিরিজে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। স্যামসাং জানিয়েছে, এসব টিভিতে একাধিক ‘এআই এজেন্ট’ বা স্মার্ট সহকারী যুক্ত করা হয়েছে। এসব এআই এজেন্ট ব্যবহারকারীর দেখার অভ্যাস বিশ্লেষণ করে কনটেন্ট সুপারিশ করবে এবং স্বয়ংক্রিয়ভাবে ছবি ও শব্দের মান অপ্টিমাইজ করবে।
স্মার্ট হোম ব্যবস্থাপনায় সহায়ক ভূমিকা
এআই সুবিধার পাশাপাশি নতুন টিভিগুলো স্মার্ট হোম ইকোসিস্টেমের অংশ হিসেবেও কাজ করবে। ব্যবহারকারীরা টিভির মাধ্যমেই অন্যান্য স্মার্ট ডিভাইস নিয়ন্ত্রণ করতে পারবেন বলে জানিয়েছে স্যামসাং। সূত্র: নিউইয়র্ক পোস্ট