বিশ্ব বাজারে নতুন দুটি গাড়ি আনল টেসলা

প্রকাশ: শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png নিজস্ব প্রতিবেদক
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png
  ছবি: সংগৃহীত

বৈদ্যুতিক গাড়ির বাজারে দামের প্রতিযোগিতা বাড়লেও টেসলা তাদের ‘সাশ্রয়ী’ সংস্করণ হিসেবে যে গাড়ি দুটি এনেছে, তা এখনও অনেকের নাগালের বাইরে। ‘মডেল ওয়াই এসইউভি’ ও ‘মডেল ৩ সেডান’-এর দাম যথাক্রমে ৩৯ হাজার ৯৯০ ও ৩৬ হাজার ৯৯০ ডলার নির্ধারণ করেছে কোম্পানিটি। 

বিশ্লেষকদের মতে, এই দাম টেসলার লক্ষ্য থাকা নতুন ক্রেতা শ্রেণিকে টানতে যথেষ্ট সাশ্রয়ী নয়।

গত বছর এসব গাড়িকে আরও বেশি সংখ্যক ক্রেতার কাছে পৌঁছানোর উপায় হিসেবে তুলে ধরেছিলেন টেসলার সিইও ইলন মাস্ক। তিনি বলেছিলেন, বিভিন্ন প্রণোদনা বা ছাড়ের পর গাড়িটির দাম যদি ৩০ হাজার ডলারের নিচে রাখা যায়, তবে সেটিই হবে মূল বিষয়।

রয়টার্স লিখেছে, ইউরোপ ও চীনে বাড়তে থাকা ইভির প্রতিযোগিতা এবং সাড়ে ৭ হাজার ডলারের মার্কিন কর-ছাড় সুবিধা হারানোর পর নিজেদের পুরানো মডেলের বিভিন্ন গাড়ির বিক্রি কমে যাওয়া পুনরুদ্ধারের চেষ্টা করছে টেসলা। নতুন এসব গাড়িতে কিছু প্রিমিয়াম নকশা ও ফিচার বাদ দিয়েছে কোম্পানিটি। তবে এগুলোর ড্রাইভিং রেঞ্জ প্রায় ৪৮০ কিলোমিটারের বেশি।

এদিকে, টেসলার শেয়ারের দাম ৪ দশমিক ৫ শতাংশ কমে লেনদেন শেষ হয়েছে। ‘ওয়েডবুশ’-এর বিশ্লেষক ড্যান আইভস বলেছেন, তিনি হতাশ যে, টেসলার নতুন গাড়ি দুটির দাম আগের মডেলগুলোর পরবর্তী সংস্করণের তুলনায় কেবল ৫ হাজার ডলার কমেছে।

বহু বছর ধরেই সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে থাকা গাড়ি আনার প্রতিশ্রুতি দিয়ে আসছেন মাস্ক। তবে গত বছর ২৫ হাজার ডলারে সম্পূর্ণ নতুন ইভি তৈরির পরিকল্পনা বাতিল করেছেন তিনি। এর বদলে টেসলার বর্তমান বিভিন্ন মডেলের ওপর ভিত্তি করে সাশ্রয়ী দামের সংস্করণ তৈরির সিদ্ধান্ত নিয়েছিলেন মার্কিন এ উদ্যোক্তা।

এতে বিনিয়োগকারী ও বিশ্লেষকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছিল যে, নতুন সাশ্রয়ী দামের বিভিন্ন গাড়ি কোম্পানিটির বর্তমানে থাকা মডেলগুলোর বিক্রি কমিয়ে দিতে পারে, এমনকি টেসলার প্রবৃদ্ধিও সীমিত করে ফেলতে পারে।

তবে বিনিয়োগকারী ও বিশ্লেষকরা বলছেন, গাড়ির দাম ৪০ হাজার ডলারের নিচে নামানো বিক্রি বাড়াতে সহায়তা করবে, বিশেষ করে আগামী বছর যখন টেসলার নতুন মডেলের বিভিন্ন গাড়ি শেভ্রোলে’র ‘ইকুইনক্স’, ‘হুন্দাই আয়নিক ৫’ ও ‘কিয়ার ইভি৪’-এর সঙ্গে প্রতিযোগিতায় নামবে তখন।

কিছু বিশ্লেষক আশা করেছিলেন, গাড়ির দাম আরও কমিয়ে ৩০ হাজার ডলারের নিচে নামাবে টেসলা।

টেসলার ওয়েবসাইট অনুসারে, দুটি গাড়ি এখনই অর্ডার করা যাবে এবং তবে অনেক জায়গায় এসব গাড়ির ডেলিভারি শুরু হবে আগামী ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যে।
 

image

আপনার মতামত দিন