দেশে নতুন বৈদ্যুতিক বাইক আনল রিভো

প্রকাশ: শনিবার, ২৯ মার্চ, ২০২৫
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png টেকভয়েস২৪  ডেস্ক
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png
  ছবি: সংগৃহীত
রিভো নতুন বৈদ্যুতিক বাইক এনেছে বাংলাদেশের বাজারে। ‘সি৩২’ মডেলের বাইকটি একবার পূর্ণ চার্জে সর্বোচ্চ ৮০ কিলোমিটার পথ চলতে পারে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে রিভো বাংলাদেশ।

৭২ ভোল্টের ২৬ অ্যাম্পিয়ার আওয়ারের গ্রাফিন ব্যাটারি এবং ১ হাজার ৮০০ ওয়াটের মোটর থাকায় বাইকটি প্রতি ঘণ্টায় ইকো মোডে ৩০ ও স্পোর্টস মোডে সর্বোচ্চ ৬০ কিলোমিটার গতিতে পথ চলতে পারে। 

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১০.৬ ঘণ্টায় পূর্ণ চার্জ হতে সক্ষম বাইকটিতে নিরাপত্তার জন্য সামনে ডিস্ক ব্রেক এবং পেছনে ড্রাম ব্রেক সিস্টেম রয়েছে। শুধু তাই নয়, সামনে পেছনে হাইড্রোলিক সাসপেনশন থাকার ফলে স্বাচ্ছন্দ্যে পথ চলা যায়। এলইডি হেডলাইট, টেইললাইট এবং টার্ন সিগন্যাল সিস্টেমও রয়েছে বাইকটিতে।

১৪০ কেজি ওজনের বৈদ্যুতিক বাইকটির আসনের নিচে সুপরিসর জায়গা থাকায় বিভিন্ন বস্তু সহজেই রাখা যায়। মাটি থেকে বাইকটির উচ্চতা (গ্রাউন্ড ক্লিয়ারেন্স) ২০৫ মিলিমিটার। ফলে যেকোনো ধরনের রাস্তায় স্বাচ্ছন্দ্যে পথ চলা যায়। সি৩২ মডেলের বাইকটির দাম ধরা হয়েছে ১ লাখ ৩৯ হাজার ৯০০ টাকা।
image

আপনার মতামত দিন