দেশের বাজারে হিরো মোটোকর্পের ১২৫ সিসির নতুন বাইক

প্রকাশ: শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png নিজস্ব প্রতিবেদক
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png
  ছবি: সংগৃহীত

হিরো মোটোকর্প (Hero MotoCorp) তাদের জনপ্রিয় ১২৫ সিসির কমিউটার বাইক Hero Xtreme 125R-এর আপডেটেড ২০২৬ সংস্করণ উন্মোচন করেছে।

ডিলারদের জন্য আয়োজিত এক বিশেষ ইভেন্টে বাইকটির নতুন রূপ প্রকাশ করা হয়। অফিসিয়াল লঞ্চের আগেই বাইকটি নিয়ে মোটরবাইকপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে প্রবল আগ্রহ।

নতুন সংস্করণে যুক্ত হয়েছে একাধিক আধুনিক ফিচার, আকর্ষণীয় কালার স্কিম এবং কিছু গুরুত্বপূর্ণ কসমেটিক পরিবর্তন। হিরো মোটোকর্প এবার স্পষ্টভাবে ইঙ্গিত দিচ্ছে-তাদের ১২৫ সিসির কমিউটার বাইকগুলো এখন শুধুই অফিসগামীদের জন্য নয়, বরং তরুণদের রুচি ও প্রযুক্তি সচেতন ক্রেতাদের জন্যও সমান উপযোগী।

নতুন ডিজাইন ও রঙে চমক
নতুন Hero Xtreme 125R-এর ডিজাইন আগের তুলনায় অনেক বেশি স্পোর্টি ও আধুনিক। বাইকটি এখন পাওয়া যাবে লাল ও কালো রঙের নতুন পেইন্ট স্কিমে, যা অনুপ্রাণিত Hero Xtreme 250R-এর ডিজাইন ভাষা থেকে। এতে যোগ হয়েছে বার-এন্ড মিরর, যা বাইকের লুককে আরও তীক্ষ্ণ করেছে।

হ্যান্ডেলবারের উচ্চতা কিছুটা বাড়ানো হয়েছে, ফলে রাইডিং পজিশন এখন আরও আরামদায়ক। ফুয়েল ট্যাঙ্কে যুক্ত হয়েছে নতুন ডুয়েল-টোন ফিনিশ এবং বড় আকৃতির ‘Xtreme’ লোগো। সব মিলিয়ে বাইকটির সামগ্রিক চেহারায় এসেছে একটি প্রিমিয়াম স্পোর্টি ভাব।

ফিচারে বড় পরিবর্তন
২০২৬ মডেল Xtreme 125R-এর সবচেয়ে বড় আপডেট এসেছে ফিচারের দিক থেকে। এবার বাইকে দেওয়া হয়েছে কালার LCD ডিসপ্লে, যাতে রয়েছে Bluetooth কানেক্টিভিটি ও টার্ন-বাই-টার্ন নেভিগেশন। এর ফলে স্মার্টফোনের সঙ্গে বাইকটি সংযোগ করে রাইডার সহজেই কল, মেসেজ বা নেভিগেশন কন্ট্রোল করতে পারবেন।

সবচেয়ে বড় চমক-এই সেগমেন্টে প্রথমবারের মতো যুক্ত হয়েছে ক্রুজ কন্ট্রোল ফিচার। সাধারণত ২০০ সিসি বা তার বেশি বাইকে এই ফিচার দেখা যায়। ফলে দীর্ঘ দূরত্বের যাত্রা এখন আরও আরামদায়ক হবে।

ইঞ্জিন ও পারফরম্যান্স
নতুন Hero Xtreme 125R-এ ব্যবহৃত হয়েছে ১২৪.৭ সিসি, সিঙ্গেল-সিলিন্ডার, এয়ার-কুলড ইঞ্জিন, যা উৎপন্ন করে ১১.৪ বিএইচপি পাওয়ার এবং ১০.৫ এনএম টর্ক। এর সঙ্গে থাকছে ৫-স্পিড গিয়ারবক্স, যা শহুরে রাস্তায় মসৃণ রাইডিং পারফরম্যান্স নিশ্চিত করবে।

সাসপেনশনে রয়েছে টেলিস্কোপিক ফ্রন্ট ফর্ক ও রিয়ার মনোশক ইউনিট। ব্রেকিং সিস্টেমে থাকছে ডিস্ক-ড্রাম কম্বিনেশন ব্রেক, যা নিরাপদ ব্রেকিংয়ের নিশ্চয়তা দেবে।

প্রতিদ্বন্দ্বিতা ও সম্ভাবনা
হিরো মোটোকর্প জানিয়েছে, Xtreme 125R (2026) ভারতের বাজারে খুব শিগগিরই লঞ্চ হতে যাচ্ছে। লঞ্চের পর এটি সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করবে TVS Raider 125 এবং Honda CB125 Hornet-এর সঙ্গে।

নতুন ডিজাইন, উন্নত প্রযুক্তি এবং ক্রুজ কন্ট্রোল ফিচার যুক্ত হওয়ায় Hero Xtreme 125R নিঃসন্দেহে ১২৫ সিসি সেগমেন্টে নতুন মানদণ্ড স্থাপন করতে যাচ্ছে।

সংক্ষেপে নতুন Hero Xtreme 125R (2026), নতুন ডুয়েল-টোন কালার স্কিম, বার-এন্ড মিরর ও আপডেটেড ফুয়েল ট্যাঙ্ক ডিজাইন, কালার LCD ডিসপ্লে ও Bluetooth কানেক্টিভিটি, টার্ন-বাই-টার্ন নেভিগেশন, প্রথমবারের মতো ক্রুজ কন্ট্রোল ফিচার, ১২৪.৭ সিসি এয়ার-কুলড ইঞ্জিন, ৫-স্পিড গিয়ারবক্স।

image

আপনার মতামত দিন