প্রায় ৯০ হাজার রুপি দাম বাড়ল কাওয়াসাকি ভার্সিস ১১০০ মোটরসাইকেলের 

প্রকাশ: মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png নিজস্ব প্রতিবেদক
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png
  ছবি: সংগৃহীত

ভারতের ট্যুরিং মোটরসাইকেল বাজারে সুপরিচিত কাওয়াসাকি ভার্সিস ১১০০-এর দাম বৃদ্ধি করেছে নির্মাতা প্রতিষ্ঠান। জিএসটি ২.০ বাস্তবায়নের পর নতুন মূল্য কাঠামো অনুযায়ী বাইকটির এক্স-শোরুম দাম দাঁড়িয়েছে ১৩.৭৯ লাখ রুপি, যা আগের তুলনায় প্রায় ৯০ হাজার রুপি বেশি।

দাম বাড়লেও এটি এখনও ভারতের একমাত্র ইনলাইন-ফোর ইঞ্জিনযুক্ত রোড-বায়াসড অ্যাডভেঞ্চার ট্যুরার (ADV Tourer), যা এই দামে পাওয়া যায়।

শক্তিশালী ইঞ্জিন
ভার্সিস ১১০০-এ রয়েছে ১,০৯৯ সিসি ইনলাইন-ফোর সিলিন্ডার, লিকুইড-কুলড ইঞ্জিন, যা ৯,০০০ আরপিএমে সর্বাধিক ১৩৩ বিএইচপি শক্তি এবং ৭,৬০০ আরপিএমে ১১২ এনএম টর্ক উৎপন্ন করে। এর সঙ্গে যুক্ত রয়েছে ৬-গতির গিয়ারবক্স, যা শহর কিংবা মহাসড়ক-দু’জায়গাতেই মসৃণ পারফরম্যান্স প্রদান করে। ইঞ্জিনের চরিত্র যেমন রিফাইনড, তেমনই দীর্ঘ সফরে আরামদায়ক ক্রুজিংয়ের জন্যও উপযুক্ত।

ডিজাইন ও আরামদায়ক রাইডিং অভিজ্ঞতা
এই বাইকের ডিজাইন এক কথায় বেশ প্রভাবশালী ও দৃষ্টিনন্দন। সামনে রয়েছে ডুয়াল এলইডি হেডলাইট, বড়সড় জ্বালানি ট্যাঙ্ক, এবং চওড়া টেইল সেকশন, যা বাইকটিকে দেয় একেবারে ট্যুরিং-রেডি লুক। এর বিশাল আকৃতির কারণে এতে ব্যবহার করা হয়েছে স্প্লিট সিট ডিজাইন, যা চালক ও পেছনের আরোহী উভয়ের জন্যই আরামদায়ক। দীর্ঘ সফরেও এই সিট যথেষ্ট সাপোর্ট প্রদান করে।

চ্যাসিসে ব্যবহার করা হয়েছে টুইন-টিউব অ্যালুমিনিয়াম ফ্রেম, যা বাইকটিকে দেয় স্থিতিশীলতা ও দৃঢ়তা। সামনে রয়েছে ইউএসডি (USD) ফ্রন্ট ফর্ক-যেখানে প্রিলোড ও রিবাউন্ড অ্যাডজাস্টমেন্ট সুবিধা দেওয়া হয়েছে। পিছনে আছে মনোশক সাসপেনশন, যার রিমোট অ্যাডজাস্টেবিলিটি রয়েছে। ফলে বিভিন্ন রাস্তায় রাইডার নিজের মতো করে সেটিং পরিবর্তন করতে পারেন। ব্রেকিং ব্যবস্থায় সামনে রয়েছে ৩১০ মিমি-র ডুয়াল ডিস্ক ব্রেক এবং পিছনে ২৬০ মিমি ডিস্ক ব্রেক। বাইকটি ১৭ ইঞ্চি অ্যালয় চাকা-য় চলে, যেখানে সামনের টায়ার ১২০/৭০ এবং পিছনের ১৮০/৫৫ সেকশন।

আধুনিক ফিচার ও প্রযুক্তি
ফিচারের দিক থেকে ভার্সিস ১১০০ বেশ উন্নত। এতে রয়েছে সম্পূর্ণ এলইডি লাইটিং সেটআপ, অ্যাডজাস্টেবল উইন্ডস্ক্রিন, ক্রুজ কন্ট্রোল, ট্র্যাকশন কন্ট্রোল, হুইলি কন্ট্রোল, এবং ইঞ্জিন ব্রেক কন্ট্রোল। এছাড়াও রয়েছে আইএমইউ (Inertial Measurement Unit) প্রযুক্তি, যা রাইডিং নিরাপত্তা আরও বাড়ায়। সঙ্গে আছে পাওয়ার মোড সিলেকশন, এবিএস (ABS) ব্রেকিং সিস্টেম, এবং ইউএসবি টাইপ-সি চার্জিং পোর্ট।

দাম বাড়লেও কাওয়াসাকি ভার্সিস ১১০০ এখনও ভারতের অ্যাডভেঞ্চার ট্যুরিং বাইক সেগমেন্টে এক অনন্য বিকল্প হিসেবে রয়ে গেছে। শক্তিশালী ইনলাইন-ফোর ইঞ্জিন, উন্নত রাইডিং আরাম, আধুনিক প্রযুক্তি ও সুরক্ষিত রাইডিং অভিজ্ঞতার জন্য এই মোটরসাইকেল এখনও বাইকপ্রেমীদের কাছে আকর্ষণীয় পছন্দ। নতুন ১৩.৭৯ লাখ রুপি দামের বাইকটি সেই সকল রাইডারের জন্য মূল্যবান বিনিয়োগ, যারা উচ্চ পারফরম্যান্স ও প্রিমিয়াম অনুভূতি একসঙ্গে উপভোগ করতে চান।

image

আপনার মতামত দিন