সোয়া লাখ টাকা দাম কমল কাওয়াসাকির কেএলএক্স ২৩০ মডেলের

প্রকাশ: বুধবার, ২০ অগাস্ট, ২০২৫
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png নিজস্ব প্রতিবেদক
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png
  ছবি: সংগৃহীত

দাম কমলো কাওয়াসাকির জনপ্রিয় কেএলএক্স ২৩০ বাইকটির। এখন বাইকটি আরও বেশি হাতের নাগালে। ২০২৬ মডেলের জন্য বিশাল মূল্যছাড়ে এই ডুয়েল-স্পোর্ট বাইকটি পাওয়া যাচ্ছে মাত্র ১.৯৯ লাখ রুপিতে।

এই বড়সড় দামের হ্রাস সম্ভব হয়েছে কারণ কাওয়াসাকি বাইকটির উৎপাদন ভারতে শুরু করেছে। এর আগে এটি এদেশে যন্ত্রাংশ আকারে আমদানি করা হতো, যা এখানে অ্যাসেম্বল করা হত। ফলে স্বভাবতই খরচ অনেক বেড়ে যেত।

দামের এই হ্রাসের ফলে কাওয়াসাকি কেএলএক্স ২৩০ এখন সরাসরি হিরো এক্সপালস ২১০ মডেলের সঙ্গে প্রতিযোগিতায় নেমেছে। হিরো এক্সপালস ২১০ মডেলের দাম ভারতে ১ লাখ ৭৬ হাজার রুপি থেকে ১ লাখ ৮৬ হাজার রুপির মধ্যে। ফলে এখন কাওয়াসাকির অফ-রোড মেশিনটি অনেক বেশি ক্রেতার নাগালে এসেছে। দীর্ঘদিন ধরে এর উচ্চমূল্য অনেক সম্ভাব্য ক্রেতাকে নিরুৎসাহিত করছিল, কিন্তু নতুন দামে এটি আরও জনপ্রিয় হওয়ার সম্ভাবনা তৈরি করেছে।

২০২৬ মডেলে কেএলএক্স ২৩০ মডেলে দেওয়া হয়েছে নতুন ডেকাল, যা বাইকটিকে নতুন ভিজ্যুয়াল আকর্ষণ দিচ্ছে। রঙের ক্ষেত্রে আগের মতোই লাইম গ্রিন এবং ব্যাটল গ্রে অপশন থাকছে। যদিও ইঞ্জিন এবং মূল প্রযুক্তিগত দিকগুলো প্রায় অপরিবর্তিত, কিছু সূক্ষ্ম পরিবর্তন করা হয়েছে সাসপেনশন ও ফিচারে।

বাইকটির সাসপেনশন এখন কিছুটা শক্ত করা হয়েছে এবং সামনের সাসপেনশন ট্রাভেল ২০ মিমি কমানো হয়েছে, পেছনে ২৭ মিমি কমেছে। গ্রাউন্ড ক্লিয়ারেন্সও ১০ মিমি কমেছে, তবে এখনো ২৫৫ মিমি থাকায় অফ-রোড সক্ষমতা বজায় আছে। সিটের উচ্চতা ৮৮০ মিমি অপরিবর্তিত রয়েছে, যা এখনও অনেকের জন্য বেশ উঁচু। এবার সামনের ও পেছনের ব্রেক ডিস্কের আকার যথাক্রমে ২৯০ মিমি ও ২৩০ মিমি করা হয়েছে। তবে নতুন মডেলে রিয়ার এবিএস সরিয়ে দেওয়া হয়েছে, যদিও সামনের ABS সুইচেবল রাখা হয়েছে। ব্লুটুথ কানেক্টিভিটি এবার থাকছে না।

কেএলএক্স ২৩০ মডেলে আগের মতোই রয়েছে ২৩৩ সিসি এয়ার-কুল্ড ইঞ্জিন, যা ১৭.৮ বিএইচপি পাওয়ার ও ১৮.৩ এনএম টর্ক উৎপন্ন করে। এই ইঞ্জিনের লো ও মিড-রেঞ্জ টর্ক অফ-রোড রাইডিংয়ের জন্য আদর্শ। এর সঙ্গে রয়েছে ৬-স্পিড গিয়ারবক্স, যা হাইওয়ে ও ট্রেইল-দুই ক্ষেত্রেই স্বচ্ছন্দ পারফরম্যান্স দেয়।

 

image

আপনার মতামত দিন