‘মোনাশ ওপেন ডে’ পালন করল ইউনিভার্সাল কলেজ বাংলাদেশ

প্রকাশ: বুধবার, ০৭ মে, ২০২৫
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png টেকভয়েস২৪ রিপোর্ট
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png
  ছবি: সংগৃহীত
সম্প্রতি ‘মোনাশ ওপেন ডে’ আয়োজন করে ইউনিভার্সাল কলেজ বাংলাদেশ (ইউসিবিডি)। এই আয়োজনে শিক্ষার্থী এবং তাদের পরিবার মোনাশ বিশ্ববিদ্যালয় ফাউন্ডেশন ইয়ার (এমইউএফওয়াই) ও মোনাশ কলেজ ডিপ্লোমা (এমসিডি) প্রোগ্রাম, অ্যাকাডেমিক অফার, ক্যাম্পাস কালচার এবং শিক্ষার পরিবেশ সম্পর্কে আরও বিস্তারিত জানার সুযোগ পান।

দেশের বাইরে উচ্চশিক্ষা অর্জনে আগ্রহী শিক্ষার্থীদের বিভিন্ন পরামর্শ ও করণীয় প্রসঙ্গে তথ্য দিয়ে সহায়তার লক্ষ্যে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। গত ৫ মে রাজধানীর গুলশান এলাকায় অবস্থিত ইউনিভার্সাল কলেজ বাংলাদেশের ক্যাম্পাসে এই অনুষ্ঠানটি আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোনাশ কলেজের মার্কেটিং ডিরেক্টর ট্রাম নগুয়েন। তিনি মোনাশ প্রোগ্রাম সম্পর্কে মূল্যবান তথ্য শেয়ার করেন; উচ্চশিক্ষার অন্যান্য বিকল্পের তুলনায় এই প্রোগ্রামগুলো কতটা সাশ্রয়ী এবং ফলপ্রসূ তা উপস্থিত সকলের সামনে বর্ণনা করেন। তিনি একটি ইন্টারেক্টিভ সেশন পরিচালনা করেন; সেশনে শিক্ষার্থীরা সরাসরি তার কাছ থেকে বিভিন্ন বিষয়ে জানার সুযোগ পান। এই প্রোগ্রামগুলো কীভাবে ক্যারিয়ারে এগিয়ে যেতে সহায়ক ভূমিকা রাখবে সে বিষয়ে আলোকপাত করা হয়।

অনুষ্ঠানে নগুয়েন বলেন, ইউসিবিডি’তে মোনাশ প্রোগ্রামে পড়ালেখা করার সিদ্ধান্ত একটি স্মার্ট বিনিয়োগ; কারণ এই প্রোগ্রামগুলো একাডেমিক ও পেশাদার সাফল্যে অর্জনে সহায়ক ভূমিকা রাখতে সক্ষম।

ইউসিবিডি’র প্রেসিডেন্ট ও প্রভোস্ট প্রফেসর হিউ গিল আরও বলেন, আমরা বাংলাদেশে বিশ্বমানের মোনাশ প্রোগ্রামগুলো চালু করতে পেরে আনন্দিত। এটি আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয় যে, শিক্ষার্থীরা এখন ঢাকা থেকেই তাদের আন্তর্জাতিক শিক্ষাজীবন শুরু করতে পারবে এবং সাফল্য অর্জনের পথে আরও একধাপ এগিয়ে যাবে।

অনুষ্ঠানে অ্যাকাডেমিক অ্যাফেয়ার্স ডিন প্রফেসর ইসমাইল ও চিফ অপারেটিং অফিসার কিংশুক গুপ্তসহ ইউসিবিডি’র অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
image

আপনার মতামত দিন