বইটির ওজন ১ হাজার ৪২০ কেজি

প্রকাশ: শনিবার, ১৩ জুলাই, ২০২৪
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png
  ছবি: সংগৃহীত
মোট ৩৪৬ পৃষ্ঠার একটি বই। বিশ্বের সবচেয়ে বড় এই বইটির ওজন ১ হাজার ৪২০ কেজি। লম্বায় ৪ দশমিক ১৮ মিটার (প্রায় ১৪ ফুট) আর চওড়ায় ৩ দশমিক ৭৭ মিটার (প্রায় সাড়ে ১২ ফুট)।

বিশাল এই বইয়ের এক একটি পাতা উল্টাতে লাগে অন্তত ছয়জন। বইটি তৈরি করেছেন উত্তর হাঙ্গেরির ছোট্ট গ্রাম সিনপেট্রির বাসিন্দা বেলা ভার্গা।

বইটিতে লেখা রয়েছে এলাকার বায়ুমণ্ডল, ছড়িয়ে ছিটিয়ে থাকা গুহাগুলির কাঠামো ও অবস্থান, ভূখণ্ড সম্পর্কে অসংখ্য খুঁটিনাটি তথ্য।

গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নাম তোলার জন্য বইটির একটি ছোট সংস্করণও তৈরি করেছেন বেলা। ছোট বইটির ওজনও প্রায় ১১ কেজি।

বেলা জানান, শুধুমাত্র এটির আকার আকৃতির জন্যই নয়, বইটির তৈরির ক্ষেত্রে যে উপাদানগুলি ব্যবহার করা হয়েছে সেগুলোও বেশ আকর্ষণীয়। বইটির মলাট তৈরির জন্য আর্জেন্টিনা থেকে কাঁচা কাঠের টেবিল এবং পশুর চামড়া ব্যবহার করা হয়েছে। সূত্র: গার্ডিয়ান

আপনার মতামত দিন