চীনে ব্যাম্বু রিং বল খেলার মাধ্যমে জাতীয় ঐক্যের উদ্যোগ

প্রকাশ: রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png নিজস্ব প্রতিবেদক
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png
  ছবি: সংগৃহীত
চীনের চংকিংয়ের পেংশুই মিয়াও ও তুজিয়া স্বায়ত্তশাসিত অঞ্চলে সম্প্রতি অনুষ্ঠিত একটি ব্যাম্বু রিং বল খেলা দেখতে জড়ো হয় শত শত মানুষ। খেলার সময় বাশঁ দিয়ে তৈরি গোল বলটি খেলোয়াড়দের মাঝে বাউন্স করে এবং এতে সংযুক্ত ঘণ্টার ঝংকার পুরো এলাকাজুড়ে ধ্বনিত হয়। 

এই ব্যাম্বু রিং বল প্রতিযোগিতাটি ছিল ১৪তম জাতিগত ঐক্য ও অগ্রগতি প্রচার সপ্তাহের অন্যতম আকর্ষণ, যা গত বুধবার (২৫ সেপ্টেম্বর) থেকে শুরু হয়েছে।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছেন, সপ্তাহব্যাপী অনুষ্ঠানটি প্রতি বছর আয়োজিত হয়, যার মূল উদ্দেশ্য হচ্ছে অঞ্চলটির বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে পারস্পরিক মিথস্ক্রিয়া এবং ঐক্য জোরদার করা। এটি একইসঙ্গে চীনের জাতীয় দিবস উদযাপনেরও পূর্ব প্রস্তুতি হিসেবে কাজ করে, যা মঙ্গলবার থেকে শুরু হবে। খবর চায়না ডেইলির।

প্রতিবেদনটিতে বলা হয়, ৩৮ বছর বয়সী মাও ফুচুয়ান নামের স্থানীয় একজন ব্যাম্বু রিং বল খেলোয়াড় বলেন, এই খেলাটি দেখতে সহজ মনে হলেও এতে অনেক দক্ষতা ও শারীরিক সক্ষমতার প্রয়োজন হয়।

চীনে ব্যাম্বু রিং বলকে বলা হয় ঝুলিংচিউ। এটি বেশ কয়েকটি ঐতিহ্যবাহী জাতিগত খেলার মধ্য অন্যতম। এই খেলায় রয়েছে হাতি টানাটানি, বোর্ড জুতা দৌড় এবং মোরগ লড়াই। এসকল খেলাগুলো ১৪তম উৎসবের অংশ হিসেবে আয়োজিত হয়েছে। পাশাপাশি এই অনুষ্ঠানে তায়ুয়ান লোকগান, ষাঁড়ের লড়াই এবং পোল সিংহ নৃত্যের মতো অমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্যবাহী প্রদর্শনীও উপস্থাপন করা হয়েছে।

স্থানীয় জাতিগত ও ধর্মীয় বিষয়ক কমিটির পার্টি সেক্রেটারি ওয়েন ঝেনহুয়া বলেন, এই জাতিগত খেলার মাধ্যমে সংস্কৃতি সংরক্ষণ এবং জাতিগত ঐক্য গড়ে তোলার সুযোগ সৃষ্টি হয়। আমরা তরুণদেরকে এই প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে তাদের ঐতিহ্য ধরে রাখার জন্য উৎসাহিত করি।

চংকিংয়ের দক্ষিণ-পূর্বাঞ্চলে অবস্থিত পেংশুই হচ্ছে চীনের অন্যতম মিয়াও সংখ্যালঘু অধ্যুষিত এলাকা। এখানে প্রায় ৩ লাখ ১৮ হাজার মিয়াও জনগোষ্ঠীর বাস। এরা এই অঞ্চলের মোট জনসংখ্যার ৪৫ দশমিক ৪ শতাংশ। মিয়াও জনগণের সবচেয়ে বেশি ঘনত্বের জেলা হিসেবেও পেংশুইকে বিবেচনা করা হয়।

গত কয়েক বছরে পেংশুই বিভিন্ন অবিচ্ছিন্ন সাংস্কৃতিক ঐতিহ্যের পুনরুজ্জীবনে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে। এর মধ্যে মিয়াও ক্রসবো নির্মাণ শিল্প একটি উল্লেখযোগ্য স্থান দখল করে আছে। এছাড়াও, তারা নিজেদের দৈনন্দিন জীবনে শিল্পকর্ম, শিক্ষা ভ্রমণ এবং প্রাকৃতিক দর্শনীয় স্থানের মাধ্যমে জাতিগত সাংস্কৃতিক উপাদানগুলোকে যুক্ত করেছে।

ওয়েন ঝেনহুয়া আরো বলেন, এই কার্যক্রমগুলো বিভিন্ন জাতির আচার-অনুষ্ঠানের প্রতি বোঝাপড়া বাড়ায় এবং একটি শক্তিশালী সম্প্রদায়ের বোঝাপড়া তৈরি করে।

পেংশুইয়ের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য পর্যটকদের কাছেও বেশ আকর্ষণীয় হয়ে উঠেছে। প্রতি বছর, চীনের চতুর্থ চন্দ্র মাসের অষ্টম দিনে, চিওউ জিউলি টাউনে একটি পাথরের টোটেম স্তম্ভে চিওউ উৎসর্গ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এটি একটি মিয়াও-থিমযুক্ত স্থাপত্য এলাকা এবং এই অনুষ্ঠানটিতে অন্তত ১৫ লাখ পর্যটক উপস্থিত হয়। সূত্র: চায়না ডেইলি  
image

আপনার মতামত দিন