মিস ইন্টারন্যাশনাল ২০২৪: বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন এফা

প্রকাশ: শুক্রবার, ০৪ অক্টোবর, ২০২৪
Image টেকভয়েস২৪  ডেস্ক
news-banner
  ছবি: সংগৃহীত
নভেম্বরে টোকিওতে অনুষ্ঠিতব্য মিস ইন্টারন্যাশনাল ২০২৪-এর মূল পর্বে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন প্রতিভাময় মডেল নুজহাত তাবাসসুম এফা। মিস ইন্টারন্যাশনাল ২০২৪-এর বাংলাদেশের লাইসেন্সিং রাইটসের অধিকারী আজরা মাহমুদ ট্যালেন্ট ক্যাম্প ৩ সেপ্টেম্বর আয়োজিত সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেয়।

এ বছর টোকিওতে অনুষ্ঠিতব্য মিস ইন্টারন্যাশনালে বাংলাদেশের প্রতিনিধত্ব করছেন নুজহাত তাবাসসুম এফা। ৩ সেপ্টেম্বর এক সংবাদি সম্মেলনে এই ঘোষণা দেন আজরা মাহমুদ ট্যালেন্ট ক্যাম্পের (এএমটিসি) প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক আজরা মাহমুদ। এই অনুষ্ঠানে তিনি আরো দুটি খবর শেয়ার করেন। 

তিনি জানান, বিশ্বের অন্যতম বৃহৎ সৌন্দর্য প্রতিযোগিতা মিস ইন্টারন্যাশনাল। ‘বিগ ফোর’-এর অন্তর্ভুক্ত এ আসর ১৯৬০ সাল থেকে সৌন্দর্য, সৌহার্দ্য ও সাংস্কৃতিক বিনিময়ের প্রতীক হয়ে উঠেছে। আজরা মাহমুদ ট্যালেন্ট ক্যাম্প (এএমটিসি) ২০২৪ সালের মিস ইন্টারন্যাশনাল বাংলাদেশের জন্য অফিশিয়াল লাইসেন্সিং রাইটস অর্জন করেছে! 

আজরা বলেন, এ খবর আপনাদের সঙ্গে শেয়ার করতে পারায় আমি অত্যন্ত আনন্দিত। কারণ, এ মাইলফলক অর্জন এএমটিসিকে বৈশ্বিক মঞ্চেই কেবল প্রতিষ্ঠিত করছে না; বরং আন্তর্জাতিক মডেলিং ও ফ্যাশন ইন্ডাস্ট্রিতে এএমটিসির অবস্থানকে আরও সুদৃঢ় করেছে।

আজরা আরও যোগ করেন, এ ঘোষণার পাশাপাশি আরও একটি খুশির খবর আপনাদের জানাতে চাই। আপনারা জানেন যে শোকুবুতসু, শীর্ষ সারির সৌন্দর্য ও পারসোনাল কেয়ার ব্র্যান্ড। আর এবার মিস ইন্টারন্যাশনাল বাংলাদেশ ২০২৪-এর অফিশিয়াল স্পনসর হিসেবে থাকছে শোকুবুতসু। আমরা আশা করছি, শোকুবুতসুর সহযোগিতায়, মিস ইন্টারন্যাশনাল বাংলাদেশ ২০২৪-কে অন্যতর উচ্চতায় উন্নীত করতে পারব। এ ছাড়া সৌন্দর্যকে টেকসই করার ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখতেও সক্ষম হব।

জাপানি ব্র্যান্ড শোকুবুতসু সহজাত সৌন্দর্য ফুটিয়ে তোলে। এ ছাড়া ত্বককে প্রাকৃতিকভাবে সুন্দর রাখার রহস্য জাপানের সৌন্দর্যচর্চায় বিদ্যমান। এই বর্ষপ্রাচীন জ্ঞানকে পুনরাবিষ্কারের মধ্য দিয়ে সৌন্দর্যচর্চাকে অন্য মাত্রা দেওয়ার চেষ্টা করছে। এই ব্র্যান্ডের প্রতিটি সাবান উদ্ভিজ্জ উপাদানে তৈরি, যা ত্বকের ক্ষতি না করে গভীরভাবে পরিষ্কার করে এবং ত্বকের প্রাকৃতিক আর্দ্রতার ভারসাম্য রক্ষা করে ত্বককে মোলায়েম, আর্দ্র ও মসৃণ রাখে। এ বছরের প্রতিযোগিতার মূল থিম অনুসারে শোকুবুতসুর সম্পৃক্ততা ছড়িয়ে দিয়েছে প্রেরণার সুবাতাস।

মর্যাদাপূর্ণ বৈশ্বিক ইভেন্টে মিস ইন্টারন্যাশনাল ২০২৪-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন নুজহাত তাবাসসুম এফা। এর আগে তিনি গত বছর মিস্টার অ্যান্ড মিসেস সেলিব্রিটি ইন্টারন্যাশনালের শীর্ষ দশে ছিলেন।

এফা বাংলাদশের একজন দক্ষ মডেল। এই সৌন্দর্য প্রতিযোগিতায় উদীয়মান তারকা হিসেবে তিনি বিশ্বের বিভিন্ন দেশের প্রতিযোগীদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন। জাপানের রাজধানী টোকিওতে অনুষ্ঠেয় মিস ইন্টারন্যাশনাল ২০২৪-এ তাঁর অংশগ্রহণ আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্বের এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতায় এফার মতো সুদক্ষ ও মেধাবীরা তাঁদের উপস্থিতি দিয়ে বাংলাদেশের ঐতিহ্যকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।

এ বছরের প্রতিযোগিতার মূল থিম ‘সাসটেইনেবিলিটি ইন পেজেন্ট্রি’। এই থিমকে বেছে নেওয়ার কারণ জাপানের জাতীয় সংস্থাগুলোকে স্বাধীন, স্বয়ংসম্পূর্ণ ও আত্মবিশ্বাসী হতে উদ্বুদ্ধ করা।

সংবাদ সম্মেলনে শোকুবুতসুর পক্ষে উপস্থিত ছিলেন ব্র্যান্ড ম্যানেজার সাদিয়া মাহজাবিন। মিস ইন্টারনাশনাল বাংলাদেশ ২০২৪-এর সঙ্গে শোকুবুতসুর সম্পৃক্ততায় সন্তুষ্টি প্রকাশ করে তিনি বলেন, এই গাঁটছড়া সফল হবে।

এছাড়া তিনি তাঁর ব্র্যান্ড সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। সহজাত সৌন্দর্যকে ছড়িয়ে দিতে তাঁর ব্র্যান্ডের ভূমিকার কথাও উল্লেখ করেন।

লায়ন কল্লোল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাসাকি মিৎসুই বলেন, ‘শোকুবুতসু প্রাকৃতিক সৌন্দর্যের জন্য নিবেদিত জাপানি ব্র্যান্ড। নুজহাত তাবাসসুম এফাকে মিস ইন্টারন্যাশনাল ২০২৪-এ স্পনসর করতে পেরে আনন্দিত। কারণ, তিনি মূল প্রতিযোগিতায় তাঁর সৌন্দর্য ও আত্মবিশ্বাসের প্রতিফলন ঘটাতে সক্ষম হবেন।’

এএমটিসির প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক আজরা মাহমুদ দুটি আনন্দসংবাদ শেয়ার করতে পেরে উচ্ছ্বসিত। তিনি বলেন, ‘এমন মর্যাদাপূর্ণ একটি প্রতিযোগিতার আয়োজন করতে পেরে আমরা অত্যন্ত সম্মানিত বোধ করছি। এই সুযোগ আমাদের লক্ষ্য ও উদ্দেশ্যের সঙ্গে সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ। কারণ, আমরা চাই বাংলাদেশের তরুণীদের ক্ষমতায়ন, ফ্যাশনের বাইরের বৃহত্তর জগতে তাদের স্বপ্নপূরণে সহায়তা করতে। আমাদের ক্যাম্পের উদীয়মান ও অসাধারণ প্রতিভাধর এফা তাঁর মেধার ঔজ্জ্বল্য প্রদর্শন করবেন মর্যাদাপূর্ণ এই প্রতিযোগিতায়। এ জন্য আমরা কেবল উচ্ছ্বসিত নই; বরং আরও আনন্দিত এ জন্য যে এ ধরনের একটি আন্তর্জাতিক প্রতিযোগিতার পরম্পরা ও ঐতিহ্যের ধারায় আমাদের প্রতিযোগীও অবদান রাখতে উন্মুখ।’

মিস ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের নির্বাহী পরিচালক স্টিফেন দিয়াজও তাঁর উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ‘দুই বছর ধরে আমাদের ইভেন্টে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার বিষয়টি সত্যিই দারুণ। সৌন্দর্যের পাশাপাশি বাংলাদেশের মানুষ তাদের কঠোর পরিশ্রম, মেধা ও অসাধারণ দক্ষতার জন্য সুবিদিত। এএমটিসির সঙ্গে আমাদের এই গাঁটছড়া অনন্য সম্মানের বিষয় এবং আমরা ভবিষ্যতে এই প্রতিষ্ঠানের উত্তরোত্তর অগ্রগতি দেখার অপেক্ষায় আছি।’

এ বছরের ১২ নভেম্বর টোকিওর ডোম সিটি হলে অনুষ্ঠিত হবে মিস ইন্টারন্যাশনাল ২০২৪। এই ইভেন্টে বিশ্বের ৭০টির বেশি দেশের প্রতিনিধিরা অংশ নেবেন। এই আসরে তাঁরা উদ্‌যাপন করবেন সৌন্দর্য, সংস্কৃতি ও বৈশ্বিক সম্প্রীতির অনন্যতা।

এদিনের সংবাদ সম্মেলনে আজরা মাহমুদ ছাড়া আরও উপস্থিত ছিলেন শোকুবুতসুর ব্র্যান্ড ম্যানেজার সাদিয়া মাহজাবিন, সাংবাদিক শেখ সাইফুর রহমান ও মিস ইন্টারন্যাশনাল বাংলাদেশ ২০২৪ নুজহাত তাবাসসুম এফা।
image

আপনার মতামত দিন