মিয়ানমারে আঘাত হানা সাত দশমিক সাত মাত্রার ভূমিকম্পে এ পর্যন্ত অন্তত ৬৯৪ জন মারা গেছে। এই ভূমিকম্পের প্রভাবে পার্শ্ববর্তী দেশ থাইল্যান্ডেও সাত জনের মৃত্যু হওয়ার তথ্য পাওয়া গেছে। তবে ভূমিকম্পের হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এই ঘটনায় ২০২১ সাল থেকে মিয়ানমার শাসন করা সামরিক জান্তা দেশটির সাগাইং, ম্যান্ডালে, মাগওয়ে, বাগো, ইস্টার শান রাজ্য এবং নেপিডো অঞ্চলে জরুরি অবস্থা ঘোষণা করেছে। পাশাপাশি, পরিস্থিতি মোকাবিলায় জান্তা সরকার আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে।
বিবিসি'র বার্মিজ সার্ভিস জানিয়েছে, মিয়ানমারের জান্তা সরকারের প্রধান মিন অং হ্লাইং এই তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন যে নিহত ও আহতের সংখ্যা আরও বাড়তে পারে।
এই দুর্যোগ মোকাবিলা করার জন্য মিয়ানমারের সামরিক জান্তা সরকার আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে। তবে বিরোধী ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট জোর দিয়ে বলছে যেকোনও সহায়তা যেন স্বাধীনভাবে ও স্থানীয় নেটওয়ার্কের মাধ্যমে বিতরণ করা হয়।
মিয়ানমারের ইয়াংগুনের বাসিন্দা সো লুইন বলেন, তিনি বহুদিন পর ভূমিকম্প টের পেলেন। ভবিষ্যতে আরও বড় ভূমিকম্প আঘাত হানতে পারে, এ নিয়ে তারা সবাই চিন্তিত।
এদিকে, চীনের রাষ্ট্রীয় মিডিয়া জানিয়েছে, দেশটির একটি ৩৭ সদস্যের রেসকিউ মেডিকেল টিম মিয়ানমারকে সহায়তার উদ্দেশ্যে অনুসন্ধান অভিযান চালাতে যাচ্ছে।
মান্দালয়'র একজন উদ্ধারকর্মী বিবিসি বার্মিজ সার্ভিসকে জানিয়েছেন যে মিয়ানমারের এই দ্বিতীয় বৃহত্তম শহরের "অধিকাংশ ভবন ধসে পড়েছে।"
"উদ্ধার কাজ শুরু করার সময় মান্দালয়'র দৃশ্য ছিল ভয়াবহ," তিনি বলেন। তিনি ওই সময়ের বর্ণনা করে বলছিলেন যে মানুষ "রাস্তার মধ্যে দৌড়াচ্ছিলো, চিৎকার করছিলো এবং কাঁদছিলো।"
তিনি জানান, জেনারেল হসপিটাল এখন প্রায় পূর্ণ এবং অনেক রোগী হৃদরোগে আক্রান্ত।
এই উদ্ধারকর্মী নাম প্রকাশ না করার শর্তে বলেন, হাসপাতালটিও ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছে। সূত্র : বিবিসি