আইপিডিসি ও ব্র্যাক কুমনের নতুন উদ্যোগ শুরু হচ্ছে শিগগিরই

প্রকাশ: বুধবার, ০৭ মে, ২০২৫
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png টেকভয়েস২৪ রিপোর্ট
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png
  ছবি: সংগৃহীত
আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড এবং ব্র্যাক কুমন লিমিটেড (বাংলাদেশে কুমন-এর অফিসিয়াল ফ্র্যাঞ্চাইজি) সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষর করেছে। এর আওতায় আইপিডিসি’র এসএমই গ্রাহকদের সন্তানরা দেশের যেকোন কুমন সেন্টারে বিশেষ ছাড়ে শিক্ষা গ্রহণের সুযোগ পাবে। নারী উদ্যোক্তারা এক্ষেত্রে বিশেষ গুরুত্ব পাবেন।

এই উদ্যোগের মাধ্যমে আইপিডিসি উদ্যোক্তাদের শুধু আর্থিক সমাধানই নয়, বরং তাদের সন্তানদের সুশিক্ষা নিশ্চিতে ভূমিকা রাখবে। বিশ্বমানের শিক্ষা পদ্ধতির মাধ্যমে কুমন শিশুদের মানসম্মত শিক্ষা লাভের সুযোগ দিয়ে থাকে এবং তাদের সাথে অংশীদারিত্বের মাধ্যমে আইপিডিসি এসব উদ্যোক্তাদের সার্বিক জীবনমান উন্নয়নে ভূমিকা রাখতে কাজ করছে।

এই অংশীদারিত্বের মাধ্যমে কুমন ফ্র্যাঞ্চাইজির মালিকরা আইপিডিসি’র বিশেষ আর্থিক সেবা গ্রহণের সুযোগও পাবে। এর ফলে, বিশেষ করে শিক্ষা খাতে, নতুন উদ্যোক্তা হতে সবাই আরও উৎসাহ পাবে বলে আশা করা যাচ্ছে।

এ প্রসঙ্গে, আইপিডিসি ফাইন্যান্স পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক রিজওয়ান দাউদ সামস বলেন, আমাদের লক্ষ্য উদ্যোক্তাদের ব্যবসায়িক প্রসারের পাশাপাশি তাদের পরিবারিক সমৃদ্ধি নিশ্চিতে ভূমিকা রাখা। সে লক্ষ্য বাস্তবায়নে ব্র্যাক কুমনের সাথে এই অংশীদারিত্ব ব্যাপক সহায়তা করবে। এটি আমাদের এসএমই গ্রাহকদের সন্তানদের উজ্জ্বল ভবিষ্যতে বিনিয়োগের একটি অংশ।

ব্র্যাক কুমন লিমিটেড-এর চিফ বিজনেস অফিসার নেহাল বিন হাসান বলেন, আইপিডিসির সঙ্গে কাজ করে আমরা আনন্দিত। এটি কুমনের বিশ্বমানের শিক্ষাপদ্ধতি আরও বেশি পরিবারের কাছে পৌঁছাতে সাহায্য করবে এবং বাংলাদেশের সার্বিক শিক্ষা ব্যবস্থার মানোন্নয়নেও অবদান রাখবে বলে আমার বিশ্বাস।

এই উদ্যোগের মাধ্যমে আইপিডিসি ফাইন্যান্স প্রচলিত ব্যাংকিং কার্যক্রমের বাইরে গিয়ে গ্রাহকদের প্রয়োজনকে গুরুত্ব দিয়ে অন্তর্ভুক্তিমূলক আর্থিক সেবা ও কমিউনিটি-কেন্দ্রিক উন্নয়নের চেষ্টা অব্যাহত রাখছে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইপিডিসি ফাইন্যান্স পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক রিজওয়ান দাউদ সামস; এমএমই-এর নারী উদ্যোক্তা এবং ব্যবসায় পরিকল্পনা ও উন্নয়ন ইন-চার্জ মুহিত শাহনেওয়াজ; এমএমই-এর আঞ্চলিক ব্যবসা ব্যবস্থাপক মোহাম্মদ আদনান ইসলাম; এবং ব্র্যাক কুমন লিমিটেড-এর চিফ বিজনেস অফিসার নেহাল বিন হাসান; এজিএম (অপারেশনস) ওবায়েদ রহমান; সিনিয়র ম্যানেজার (বিজনেস ডেভেলপমেন্ট) সাকিফ মাহবুব বিন আহসান প্রমুখ।
image

আপনার মতামত দিন