সেন্টমার্টিন যেতে টিকেট, ট্রাভেল পাস সবই পাচ্ছেন বিডিটিকেটসে

প্রকাশ: মঙ্গলবার, ০২ ডিসেম্বর, ২০২৫
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png টেকভয়েস২৪ রিপোর্ট
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png
  ছবি: সংগৃহীত

দীর্ঘ প্রতীক্ষার পর আবারও পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন। নীলাভ সাগরের এই দ্বীপে এবারের স্বপ্নময় ভ্রমণকে আরও সহজ, নিরাপদ ও ঝামেলাহীন করবে অনলাইন টিকেটিং প্ল্যাটফর্ম ‘বিডিটিকেটস’। বাস থেকে শুরু করে শিপ টিকেট, রিটার্ন টিকেট এবং ট্রাভেল পাস—সবই এক জায়গা থেকে সংগ্রহ করতে পারবেন ভ্রমণকারীরা।

এ বছর বাংলাদেশ ট্যুরিজম বোর্ড অনুমোদিত একমাত্র অনলাইন শিপ টিকেটিং প্ল্যাটফর্ম হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি পেয়েছে বিডিটিকেটস।  অনলাইন প্ল্যাটফর্মটির মাধ্যমে শিপ টিকেট কাটলেই যাত্রীরা স্বয়ংক্রিয়ভাবে পাচ্ছেন ট্রাভেল পাস সুবিধা। পাশাপাশি ভ্রমণ পরিকল্পনায় সহায়তা করতে থাকছে রাউন্ড ট্রিপ টিকেট কেনার সুযোগ। ঘরে বসেই কাটা যাচ্ছে সেরা রেটের টিকেট।

বিডিটিকেটস ব্যবহারকারীরা সপ্তাহের সাত দিন যে কোনো সময় অনলাইনে টিকেট কাটতে পারবেন। যে কোনো সহায়তার জন্য ১৬৪৬০ নম্বরে কল করে কাস্টমার কেয়ার সাপোর্ট নিতে পারবেন তারা। এ সম্পর্কিত আপডেট, সুবিধা, অফার সম্পর্কে জানা যাবে বিডিটিকিটসের অফিসিয়াল ওয়েবসাইট অথবা ফেইসবুক পেইজ থেকে।
 

image

আপনার মতামত দিন