দারাজ বাংলাদেশ থেকে প্রাণ-আরএফএল গ্রুপে যোগ দিলেন দারাজ বাংলাদেশের চিফ অপারেটিং অফিসার (সিওও) খন্দকার তাসফিন আলম। গত ১ জানুয়ারি দেশীয় ব্র্যান্ড আরএফএল গ্রুপে নতুন দায়িত্ব গ্রহণ করেন খন্দকার তাসফিন আলম। তিনি সেখানে এক্সিকিউটিভি ডিরেক্টর ট্রান্সফরমেশন হিসেবে দায়িত্ব পালন করবেন।
এরপর প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, ডিজিটাল ট্রান্সফরমেশনের মাধ্যমে ভবিষতে প্রাণ আরএফল গ্রুপকে স্মার্টার করতে এই তাসফিন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
নতুন দায়িত্ব গ্রহণ বিষয়ে তিনি জানান, বাংলাদেশে এখনো এফএমসিজি ডিস্ট্রিবিউশন কোম্পানি অধিকাংশ কাজ করা হয় ম্যানুয়াল পদ্ধতিতে। এখানে অটোমেশনের মাধ্যমে প্রোডাক্টিভি বৃদ্ধি করা সম্ভব। তাই আমি প্রাণ ও প্রাণ আরএফএল দুটা কোম্পানি নিয়েই একসঙ্গে কাজ করবো।
তিনি দেশীয় ব্র্যান্ড প্রাণ-আরএফএল গ্রুপের বৃহত্তম ডিস্ট্রিবিউশন চ্যানেলের প্রযুক্তির মাধ্যমে পুরো অপটিমাইজেশন এবং উন্নয়নে মনোনিবেশ করবেন। শুরুতে না হলেও কিছুদিন বাদে প্রাণ আরএফএল’র ই-কমার্স মাধ্যমেও ফোকাস করার ইচ্ছের কথা জানিয়ছেন তাসফিন আলম।
২০১৮ সালে দারাজ বাংলাদেশে যোগদান করেন খন্দকার তাসফিন আলম। ওই সময়ে দারাজ বাংলাদেশের প্রথম বাংলাদেশী সিওও ছিলেন তিনি। দারাজ বাংলাদেশে যোগদানের আগে খন্দকার তাসফিন আলম বাংলাদেশের শীর্ষস্থানীয় কয়েকটি টেলিকম অপারেটরের কাজ করেছেন এবং ইউরোপ ও মধ্যপ্রাচ্যের বাজারে টেলিকম শিল্পে কাজ করেছেন। তিনি লন্ডন বিজনেস স্কুল এবং আইবিএ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় পড়াশুনা করেন। এছাড়াও ওআইসি প্রতিষ্ঠান ইসলামিক ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি থেকে ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি শেষ করেন