কেনাকাটায় নতুন মাত্রা যোগ করবে দারাজের শপিং চ্যানেল ‘চয়েস’

প্রকাশ: সোমবার, ০৩ মার্চ, ২০২৫
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png টেকভয়েস২৪ রিপোর্ট
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png
  ছবি: সংগৃহীত

কেনাকাটার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে দারাজ বাংলাদেশ চালু করেছে ‘চয়েস’ নামে একটি বিশেষ শপিং চ্যানেল। শপিং হবে এখন আরও স্মার্ট, দ্রুততর ও উপভোগ্য। যেখানে গ্রাহকরা পাবেন উন্নত মানের বাছাই করা পণ্য, দ্রুত ডেলিভারি, এবং এক্সক্লুসিভ ডিল।

নতুন এই প্ল্যাটফর্মে ৪ হাজারেও বেশি টপ-রেটেড পণ্য পাওয়া যাবে, যা সিঙ্গেল- কার্ট ও সিঙ্গেল-ওয়্যারহাউস মডেলে চলবে। ফলে গ্রাহকরা একসঙ্গে একাধিক পণ্য কিনতে পারবেন এবং মাত্র ১-৩ দিনের মধ্যেই দ্রুত ডেলিভারি পাবেন। তিন বা ততোধিক পণ্য কেনাকাটায় মিলবে ফ্রি ডেলিভারি সুবিধা, আর ৭ দিনের ঝামেলামুক্ত রিটার্ন পলিসিও থাকছে।

নিত্যপ্রয়োজনীয় পণ্য, ফ্যাশন, স্বাস্থ্য ও সৌন্দর্য, ইলেকট্রনিক্স এবং লাইফস্টাইলসহ বিভিন্ন ক্যাটাগরির প্রয়োজনীয় পণ্য যুক্ত করা হয়েছে এই প্ল্যাটফর্মে।

চলমান ৩.৩ গ্র্যান্ড রমজান সেলের অংশ হিসেবে ‘চয়েস’ এ পাওয়া যাচ্ছে বিশেষ কিছু খাদ্য ও লাইফস্টাইল পণ্য। যার মধ্যে রয়েছে ড্রিঙ্ক পাউডার, সুগন্ধি চাল, বেসন, বিভিন্ন মশলা, সেমাই, এবং হিজাব।

এ ছাড়া  রমজান উপলক্ষে ক্রেতাদের জন্য থাকছে ‘ফ্রি গিফট’ফিচার। চার বা ততোধিক পণ্য কিনলে নির্বাচিত পণ্য তালিকা থেকে একটি ফ্রি উপহার নেওয়ার সুযোগ মিলবে। যা ‘আগে আসলে আগে পাবেন’ ভিত্তিতে দেওয়া হবে। এই সুবিধা শুধু রমজানে সীমাবদ্ধ থাকবে না বরং সারা বছরই চালু থাকবে।

বিশ্বস্ত ব্র্যান্ড থেকে কেনাকাটার সুবিধা নিশ্চিত করতে ‘চয়েস’ প্ল্যাটফর্মে যুক্ত করা হয়েছে আড়ং, এসিআই, এএমএ, ইস্পাহানি, রাধুনী, ডেটল, পন্ডস, ট্রেসেমি, লাক্স, ক্লোজআপ, কোলগেট, ডাভ, জুই, লিভন, এবং প্যানটিনের মতো জনপ্রিয় ব্র্যান্ড। প্রতিযোগিতামূলক মূল্য নির্ধারণের ফলে ক্রেতারা সাশ্রয়ী মূল্যে পণ্য কিনতে পারবেন। যা তাদের কেনাকাটাকে আরও আনন্দদায়ক করবে।

শুধু গ্রাহকরাই নয়, বিক্রেতারাও ‘চয়েস’থেকে বিশেষ সুবিধা পাবেন। অগ্রাধিকার ভিত্তিক পণ্য প্রচার, সুগঠিত ও দ্রুত সরবরাহ ব্যবস্থার মাধ্যমে বিক্রেতারা আরও বেশি গ্রাহকের কাছে পৌঁছাতে পারবেন। যা তাদের বিক্রয় বৃদ্ধি ও ব্যবসায়িক প্রবৃদ্ধিতে ইতিবাচক প্রভাব ফেলবে। একক ওয়ারহাউস ব্যবস্থার কারণে সরবরাহ ব্যবস্থা সহজ হবে, যা বিক্রেতাদের জন্য কার্যক্রম পরিচালনা আরও স্বাচ্ছন্দ করে তুলবে।

দারাজ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক বেন ই বলেন, 'গ্রাহকদের কেনাকাটার অভিজ্ঞতা উন্নত করতে ‘চয়েস’ চালু করা হয়েছে। এখানে তারা গুণগত পণ্য, সেরা মূল্য ও দ্রুত ডেলিভারির সুবিধা পাবেন। এই প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা বাংলাদেশে ই-কমার্সকে আরও এগিয়ে নিতে চাই।'

দারাজের গ্লোবাল হেড অব চয়েস জিয়াং হান অ্যাডেলা বলেন, ‘চয়েস এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে ক্রেতারা সহজে মানসম্মত পণ্য কিনতে পারেন এবং বিক্রেতারা তাদের ব্যবসা বাড়াতে পারেন। এটি সবার জন্যই দীর্ঘমেয়াদি সাফল্য বয়ে আনবে।'

গ্রাহকরা দারাজ অ্যাপে ‘চয়েস’ প্ল্যাটফর্ম ঘুরে দেখতে পারবেন। হোমপেজ অথবা নির্দিষ্ট ‘চয়েস’ অনুসন্ধান ফিল্টারের মাধ্যমে সহজেই নতুন কেনাকাটার অভিজ্ঞতা উপভোগ করা যাবে।

image

আপনার মতামত দিন