ক্ষুদ্র ব্যবসার উন্নয়নে গুলশানে প্রিয়শপের নতুন গ্রিন হাব

প্রকাশ: শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png টেকভয়েস২৪ রিপোর্ট
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png
  ছবি: সংগৃহীত
বাংলাদেশের শীর্ষ বি-টু-বি মার্কেটপ্লেস এবং স্মার্ট ডিস্ট্রিবিউশন পার্টনার প্রিয়শপ তাদের ব্যবসায় সম্প্রসারণে সম্প্রতি রাজধানী ঢাকার গুলশান-বাড্ডায় গ্রিন হাব চালু করেছে। এই নতুন হাব চালুর মাধ্যমে গুলশান, বাড্ডা, বারিধারা ও আশেপাশের এলাকার ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা দ্রুত প্রয়োজনীয় ব্র্যান্ডেড পণ্য তাদের দোরগোড়ায় পাবে এবং অনায়াসে তাদের ব্যবসায় এগিয়ে নিতে পারবে।

প্রিয়শপের নতুন হাবের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রিয়শপ-এর বিনিয়োগকারী সামি রহমান (যিনি ব্লু অরা ভেঞ্চারস এর পার্টনার), প্রতিষ্ঠাতা এবং সিইও আশিকুল আলম খাঁন, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মো. এহসানুজ্জামান, সহকারী ভাইস প্রেসিডেন্ট মো. রফিকুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তাগণ।

প্রিয়শপের প্রশংসা করে সামি রহমান বলেন, “প্রিয়শপের মতো স্টার্টআপগুলো বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। গাজীপুর, উত্তরা এবং গুলশান-বাড্ডার নতুন হাব ঘুরে আমি দেখেছি কীভাবে তারা ইউনিলিভার, স্যাভলনের মতো ব্র্যান্ডের সঙ্গে কাজ করে স্থানীয় খুচরা দোকানদারদের প্রয়োজনীয় পণ্য পৌঁছে দিচ্ছে, তাদের ব্যবসায় শক্তিশালী করছে এবং নতুন এলাকায় কর্মসংস্থান সৃষ্টি করছে। তাদের ডিজিটাল প্ল্যাটফর্ম, ফাইন্যান্স সুবিধা এবং আধুনিক বিজ্ঞাপন পদ্ধতি ছোট ব্যবসায়গুলোর লাভ বাড়াতে ও ব্যবসায় আরও সহজে চালাতে সাহায্য করছে।”

প্রিয়শপের প্রতিষ্ঠাতা এবং সিইও আশিকুল আলম খাঁন বলেন, “গুলশান, বাড্ডা আর বারিধারা এলাকায় আমাদের দোকানদাররা এখন খুব সহজেই গুলশান হাব থেকে নামী ব্র্যান্ডের পণ্য পাবেন-যেখানে আলাদা করে কোনো ঝামেলা বা ডেলিভারি চার্জের চিন্তা নেই। প্রিয়শপ হাজার হাজার ছোট দোকানিদের পাশে দাঁড়িয়ে সহজে পণ্য সরবরাহ করছে, যাতে করে তাদের ব্যবসায় চালানো সহজ হয়। আমি গর্বিত যে আমার প্রিয়শপ টিম দেশের পিছিয়ে থাকা ক্ষুদ্র ব্যবসায়ীদের পাশে সব সময় আছে।”

একটি টেকসই রিটেইল ইকোসিস্টেম গড়ে তুলতে প্রিয়শপ দিন-রাত কাজ করে যাচ্ছে।  প্রিয়শপ ইতোমধ্যেই গুলশানসহ ২৫ টির বেশি গ্রিন হাব চালু করেছে; এই হাবগুলো দ্বারা প্রিয়শপ ৯৮৮টি রোড ও ৮৯টি থানা কভার করছে।

বর্তমানে প্রিয়শপ দেশি-বিদেশি মিলিয়ে ২৭৫ টিরও বেশি ব্র্যান্ডকে প্ল্যাটফর্মে যুক্ত করে ১০৬০০০+ ক্ষুদ্র ব্যবসায়ীকে সেবা দিয়ে যাচ্ছে। প্রিয়শপের এর লক্ষ্য ৫ মিলিয়ন এমএসএমই-এর চাহিদা পূরণ করার জন্য একটি স্মার্ট ডিস্ট্রিবিউশন প্ল্যাটফর্ম তৈরি করা যা ২০০ মিলিয়ন মানুষকে সেবা দিবে। এবং এর মাধ্যমে প্রিয়শপ আবারও প্রমাণ করেছে, আমরা শুধু ব্যবসায়ের উন্নয়ন নয়, পরিবেশের দিকটাও মাথায় রেখে অগ্রগতির জন্য কাজ করে যাচ্ছি।

আপনার মতামত দিন