বনশ্রীতে শুরু হলো তিন দিনের একক আবাসন মেলা

প্রকাশ: রবিবার, ১৪ জুলাই, ২০২৪
Image
news-banner
  ছবি: সংগৃহীত
রাজধানীতে তিন দিনের একক আবাসন মেলার আয়োজন করেছে নিরাপদ বিনিয়োগে আভিজাত্যের ঠিকানা রিয়েল এস্টেট কোম্পানি ঠিকানা ভ্যালি অ্যান্ড হোল্ডিংস লিমিটেড।

শনিবার (১৮ মে) রাজধানীর বনশ্রীর সি ব্লকের ১৫ নম্বর বাড়ি ব্লু অলিভ রেস্টুরেন্টে এই মেলা শুরু হয়। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৮টা পর্যন্ত ক্রেতা ও দর্শনার্থীদের জন্য এই মেলা উন্মুক্ত থাকবে। মেলা চলবে ২০ মে পর্যন্ত।

আয়োজকরা জানিয়েছেন, যাদুর নগরী রাজধানীর আশপাশে কোথাও জমি কিনে যারা ঢাকায় স্থায়ীভাবে বসবাস করার স্বপ্ন দেখছেন, এমন স্বপ্নবাজ ও আগ্রহী ক্রেতাদের সহজে জমির প্লট খুঁজে পাওয়ার সুযোগ করে দিতে রিয়েল এস্টেট কোম্পানি ঠিকানা ভ্যালি অ্যান্ড হোল্ডিংস লিমিটেড এই আবাসন মেলার আয়োজন করেছে।

আয়োজকরা আরও জানিয়েছেন, ভূমি মন্ত্রণালয় কর্তৃক ভূতাপেক্ষ অনুমোদিত একমাত্র আবাসন প্রকল্প ঠিকানা।

মেলার বিশেষ আকর্ষণ সম্পর্কে আয়োজকরা জানান, এই প্রকল্পের কর্ণার প্লট মাসিক কাঠা প্রতি ৩ হাজার ৫০০ টাকার কিস্তিতে কেনার সুযোগ রয়েছে। এককালীন মূল্য পরিশোধ করেও ২৫% বিশাল ডিসকাউন্টে প্লট কেনা যাবে। এছাড়াও ডাউন পেমেন্টসহ বুকিং দিলে থাকছে আকর্ষণীয় ডিসকাউন্ট। মেলা উপলক্ষে প্লট কেনায় থাকছে বিশেষ আকর্ষণীয় মূল্য ছাড়। প্লট বুকিং দিলেই মিলবে এসি, ফ্রিজ, এলইডি টিভি, ইলেকট্রিক ওভেন, ব্লেন্ডার, নকিয়া মোবাইলসহ আরো অনেক আকর্ষণীয় পুরস্কার। ক্র্যাচ কার্ডে থাকছে সর্বোচ্চ ১ লক্ষ টাকা ছাড়।

আয়োজকরা আরও জানিয়েছেন, তথ্যপ্রযুক্তির এই যুগে আধুনিকভাবে জীবনযাপনের জন্য সব ধরনের নাগরিক সুযোগ-সুবিধাসহ শহরের কোলাহল থেকে দূরে প্রকৃতির সৌন্দর্যের মাঝে গড়ে তোলা হয়েছে আবাসন প্রকল্প ঠিকানার। ঢাকা-মাওয়া হাইওয়ে সংলগ্ন আবাসন প্রকল্প ঠিকানায় রয়েছে আধুনিক নাগরিক জীবনের সব ধরনের উপকরণ। চারদিকে রয়েছে মানুষের বসবাস। রয়েছে উন্নত ও অত্যাধুনিক যোগাযোগ ব্যবস্থা। প্রকল্পের উভয়দিকে রয়েছে সরকারি প্রশস্ত রাস্তা। আগ্রহী ক্রেতা জমি কিনে মূল্য পরিশোধের সাথে সাথে সাফ-কবলা দলিলসহ রেজিস্ট্রেশন করে দেওয়ার রয়েছে উন্নত ও মানসম্মত ব্যবস্থা।

স্বপ্নের পদ্মাসেতুকে কেন্দ্র করে ঢাকা মাওয়া রোড ফুটে উঠছে সরকারের বহুমুখী উন্নয়নের চিত্র। ইতিমধ্যে ঢাকা কেন্দ্রীয় কারাগার স্থানান্তরিত হয়েছে কেরাণীগঞ্জ ঢাকা-মাওয়া রোডের পাশে। তার পাশেই গড়ে উঠবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়েল দ্বিতীয় ক্যাম্পাস। যার জন্য জায়গা নির্ধারণ করা হয়েছে। পদ্মাসেতু বাস্তবায়নের সাথে সাথেই দক্ষিণাঞ্চলকে ঘিরে সরকার সুদূর প্রসারী মহাপরিকল্পনা হাতে নিয়েছে। ইতিমধ্যে পায়রা সমুদ্র বন্দর উদ্বোধন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী।পদ্মার পাড়ে গড়ে উঠছে আন্তর্জাতিক ক্রীড়া কমপ্লেক্সসহ অলিম্পিক ভিলেজ। হংকং ও সিঙ্গাপুরের আদলে গড়ে উঠবে বঙ্গবন্ধু স্যাটেলাইট সিটি। মুন্সিগঞ্জে গড়ে উঠবে আধুনিক শিল্প পল্লী। উন্নত নাগরিক সুবিধা নিয়ে পবিবেশ ও গ্রাহক বান্ধব আবাসন হবে আবাসন প্রকল্প ঠিকানা।

আবাসন প্রকল্প ঠিকানার জমি যারা কিনতে আগ্রহী ও মেলার বিষয় জানতে চান তাদেরকে 01958-205005 মোবাইল নম্বরে যোগাযোগ করতে হবে। সেসাথে জানা যাবে কোম্পানির অফিসিয়াল ফেসবুকের এই ঠিকানায়।  ওয়েবসাইটেও বিস্তারিত দেখা যাবে এই ঠিকানায়।  
image

আপনার মতামত দিন