এলো ভিভোর  মিলিটারি গ্রেড সার্টিফাইয়েড স্মার্টফোন

প্রকাশ: সোমবার, ১৪ জুলাই, ২০২৫
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png টেকভয়েস২৪  ডেস্ক
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png
  ছবি: সংগৃহীত

চমকে দেওয়ার মতো কোনো আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই ইন্দোনেশিয়ার বাজারে হাজির হয়েছে Vivo Y19s GT 5G। নাম শুনেই অনেকে ভাবছেন-এটি বুঝি গেমিং ফোন! কিন্তু বাস্তবতা ভিন্ন। পারফরম্যান্স নয়, এই ফোনের মূল আকর্ষণ হলো এর টেকসই নির্মাণ ও নির্ভরযোগ্যতা।

চলুন এক নজরে দেখে নেওয়া যাক ফোনটির বৈশিষ্ট্যসমূহ:

ডিজাইন ও নির্মাণ: স্থায়িত্বই মূল ফোকাস
এই ফোনের সবচেয়ে উল্লেখযোগ্য দিক এর MIL-STD-810H মিলিটারি গ্রেড সার্টিফিকেশন। ধুলো ও পানির ঝাপটা প্রতিরোধে ফোনটি IP64 রেটিং পেয়েছে। তাই প্রতিদিনের ব্যবহারে দুর্ঘটনাবশত পড়ে যাওয়া কিংবা কিছুটা পানি লাগলেও চিন্তার তেমন কিছু নেই।

৬.৭৪ ইঞ্চির HD+ LCD ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, যার রিফ্রেশ রেট ৯০ হার্টজ এবং সর্বোচ্চ উজ্জ্বলতা ৫৭০ নিট। ফলে রোদেও স্ক্রিন দেখা যাবে স্বচ্ছভাবে। ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি রয়েছে ডান পাশের পাওয়ার বাটনের নিচে।

পারফরম্যান্স: সাধারণ কাজের জন্য যথেষ্ট
যদিও ফোনটির নামের সঙ্গে ‘GT’ যুক্ত, তবুও এটি গেমিং বা হাই-পারফরম্যান্স কাজে নয়, বরং দৈনন্দিন ব্যবহারকারীদের জন্য উপযোগী।

>> চিপসেট: মিডিয়াটেক Dimensity 6300 (৫জি সমর্থিত)

>> র‍্যাম: ৮ জিবি পর্যন্ত, সঙ্গে এক্সটেন্ডেড র‍্যাম সুবিধা

>> স্টোরেজ: ২৫৬ জিবি পর্যন্ত, eMMC 5.1 প্রযুক্তি

>> মেমোরি কার্ড: সর্বোচ্চ ২ টেরাবাইট পর্যন্ত এক্সপেন্ডযোগ্য

>> ক্যামেরা ও ব্যাটারি: প্রয়োজনীয়তার ভিত্তিতে ঠিকঠাক

পেছনে ডুয়েল ক্যামেরা সেটআপ, যেখানে প্রাইমারি সেন্সর ৫০ মেগাপিক্সেলের। সেকেন্ডারি ক্যামেরাটি এখনও আনুষ্ঠানিকভাবে জানায়নি Vivo।

>> সেলফি ক্যামেরা: ৫ মেগাপিক্সেল

>> ব্যাটারি: ৫,৫০০ mAh

>> চার্জিং: ১৫ ওয়াট

চার্জিং গতি খুব একটা দ্রুত নয়, তবে একবার চার্জে সাধারণ ব্যবহারে দিন পার করা সম্ভব।

সফটওয়্যার ও অন্যান্য ফিচার
ভিভো ওয়াই১৯এস জিটি ৫জি-তে থাকছে Android 15 ভিত্তিক Funtouch OS 15। সংযোগ ব্যবস্থায় রয়েছে ৫জি, ডুয়েল সিম, ওয়াই-ফাই ৫, ব্লুটুথ, এনএফসি ও ইউএসবি টাইপ-সি পোর্ট।

image

আপনার মতামত দিন