মাস্টারকার্ডের ‘সেইল বিয়ন্ড’ প্রতিযোগিতা: ঘুরে আসুন সিঙ্গাপুর, মালয়েশিয়ার পেনাং পোর্ট

প্রকাশ: শনিবার, ০৪ জানুয়ারি, ২০২৫
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png নিজস্ব প্রতিবেদক
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png
  ছবি: সংগৃহীত
ডিজিটাল পেমেন্ট ব্যবহারে উৎসাহিত করতে শনিবার থেকে ‘সেইল বিয়ন্ড’ স্লোগানে শুরু হলো ‘উইন্টার স্পেন্ড অ্যান্ড উইন’। আগামী ৯ ফেব্রুয়ারি পর্যন্ত এতে অংশগ্রহণ করতে পারবেন মাস্টারকার্ডের ডেবিট, ক্রেডিট ও প্রিপেইড কার্ডহোল্ডাররা।

বিজয়ীরা পাবেন পাঁচ দিনের একটি কাপল ট্রিপের সুযোগ। এর মধ্যে রয়েছে বৈচিত্র্যময় সিঙ্গাপুর, মালয়েশিয়ার পেনাং পোর্ট ও পোর্ট ক্লাং-এ তিন রাতের একটি স্মরণীয় ক্রুজ ভ্রমণ, পাশাপাশি বিমান টিকিট ও থাকার ব্যবস্থা। পরবর্তী বিজয়ীরা পাবেন ট্রাভেল ভাউচার, ইলেকট্রনিক পণ্য, খাবার ও শপিং কুপনের মতো নানা আকর্ষণীয় পুরস্কার।

ক্যাম্পেইনে অংশ নিতে মাস্টারকার্ড কার্ডহোল্ডারদের স্থানীয় কেনাকাটায় ন্যূনতম ১,০০০ টাকা বা আন্তর্জাতিক কেনাকাটায় ২৫ ডলারের অন্তত চারটি লেনদেন সম্পন্ন করতে হবে। লেনদেন পয়েন্ট অব সেল (পিওএস) বা ই-কমার্স প্ল্যাটফর্মের মাধ্যমে করা যাবে। লেনদেনের ধরণের ওপর ভিত্তি করে পয়েন্ট দেওয়া হবে। আন্তর্জাতিক পিওএস রিটেইল লেনদেনে ৩ পয়েন্ট এবং স্থানীয় পিওএস, ই-কমার্স বা আন্তর্জাতিক ই-কমার্স লেনদেনে ২ পয়েন্ট করে ধরা হবে।

মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল বলেন, “মাস্টারকার্ড বাংলাদেশের মানুষকে ডিজিটাল পেমেন্টে উৎসাহিত করে একটি আধুনিক ও প্রযুক্তিনির্ভর সমাজ গড়তে সাহায্য করছে। আর উইন্টার স্পেন্ড অ্যান্ড উইন ক্যাম্পেইন ২০২৫ মাস্টারকার্ডের সেই প্রতিশ্রুতিরই প্রতিফলন। এই উদ্যোগটি বাংলাদেশকে নগদহীন অর্থনীতির দিকে এগিয়ে নেওয়ার একটি ছোট কিন্তু গুরুত্বপূর্ণ পদক্ষেপ। শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠান ও ব্যবসায়িক অংশীদারদের সঙ্গে নিয়ে মাস্টারকার্ড কার্ডহোল্ডারদের জন্য উন্নত সেবার পাশাপাশি বিশ্বমানের পেমেন্ট নিরাপত্তা নিশ্চিত করতে চায়।”

বাংলাদেশের যেসব নাগরিকের কাছে স্থানীয় ব্যাংক বা নন-ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন (এনবিএফআই) থেকে ইস্যুকৃত মাস্টারকার্ডের কার্ড রয়েছে, তারা স্পেন্ড অ্যান্ড উইন ক্যাম্পেইনে অংশ নিতে পারবেন।

মাস্টারকার্ডের সঙ্গে এই উদ্যোগে অংশ নিয়েছে দেশের উল্লেখিত শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠানসমূহ: এবি ব্যাংক পিএলসি, আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি, ব্র্যাক ব্যাংক পিএলসি, ব্যাংক এশিয়া পিএলসি, ইস্টার্ন ব্যাংক পিএলসি, ঢাকা ব্যাংক পিএলসি, ডাচ-বাংলা ব্যাংক পিএলসি, ইসলামী ব্যাংক পিএলসি, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি, ন্যাশনাল ব্যাংক লিমিটেড, প্রাইম ব্যাংক পিএলসি, প্রিমিয়ার ব্যাংক পিএলসি, পূবালী ব্যাংক পিএলসি, দ্য সিটি ব্যাংক পিএলসি, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি, সাউথইস্ট ব্যাংক পিএলসি, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক এবং লংকাবাংলা ফাইন্যান্স পিএলসি।
image

আপনার মতামত দিন