অনলাইন ট্রাভেল অ্যাজেন্সি ব্যবসায় নীতিমালার দাবি

প্রকাশ: শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪
Image টেকভয়েস২৪ রিপোর্ট
news-banner
  ছবি: সংগৃহীত
অনলাইন ট্রাভেল অ্যাজেন্সি বা ওটিএ ব্যবসা পরিচালনার যথাযথ নীতিমালা প্রণয়নের দাবি জানিয়েছে অ্যাসোসিয়েশন অব ট্রাভেল অ্যাজেন্টস অব বাংলাদেশ (আটাব)। বিদেশি ওয়েবসাইট বা এপিআইগুলো যেন বাংলাদেশে অবৈধভাবে ব্যবসা পরিচালনা করতে না পারে সেজন্য বিদেশি ওয়েবসাইট বা এপিআই ব্লক করারও দাবিও তোলা হয়েছে।

শনিবার (১৯ অক্টোবর) রাজধানীর নয়াপল্টনে এক হোটেলে ট্রাভেল অ্যাজেন্সি ব্যবসা ও বর্তমান প্রেক্ষাপট বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন মোট ৯টি দাবি তুলে ধরে সংগঠনটি।

দাবির মধ্যে আরও আছে, এয়ার টিকেটের মজুতদারি ও সিন্ডিকেট বন্ধ করে গ্রুপ টিকেটিং-এর নীতিমালা বা নির্দেশনা প্রদান; টিকেটের গায়ে অ্যাজেন্সির নাম, যোগাযোগের ফোন নম্বর, টিকেটের মূল্য উল্লেখ বাধ্যতামূলক করা এবং নিবন্ধনবিহীন ভুয়া অ্যাজেন্সিগুলোর অবৈধভাবে ব্যবসা, এয়ার টিকেট ও ভ্রমণ সংক্রান্ত সেবা বিক্রি বন্ধ ও জরুরিভাবে অর্থ পাচার বন্ধ করা।

এছাড়াও তৃতীয় দেশ অর্থাৎ যাত্রা ও গন্তব্যের দেশ ছাড়া অন্য কেন দেশ থেকে বিক্রয় করা কৃত টিকেটের যাত্রী বাংলাদেশ বিমান বন্দরে অনবোর্ড করা বন্ধ করার দাবিও তুলেছে সংগঠনটি। এর ফলে তৃতীয় দেশ থেকে টিকেট বিক্রয় ও অর্থ পাচার বন্ধ হবে বলে আটাবের বিশ্বাস।

এয়ার টিকেট বিক্রি করে অগ্রিম অর্থ সংগ্রহের বিপরীতে ইনসেনটিভ প্রদান বন্ধ করার দাবিও জানানো হয় সংবাদ সম্মেলনে।

ট্রাভেল অ্যাজেন্সি যেন এয়ারলাইন্সের মূল্যের চেয়ে কম মূল্যে টিকেটের ভাড়া প্রদর্শন, বিজ্ঞাপন, বিক্রয় ও বিপণন করতে না পারে সে ব্যাপারেও মন্ত্রণালয়ের দিক নির্দেশনা চায় তারা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ ও সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তর দেন আটাবের সভাপতি আবদুস সালাম আরেফ। এ সময় উপস্থিত ছিলেন মহাসচিব আফসিয়া জান্নাত সালেহ, সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান হিরো, মোহাম্মদ জিয়াউর রহমান খান নেওয়াজ, যুগ্ম মহাসচিব আতিকুর রহমান প্রমুখ।
image

আপনার মতামত দিন