পূজা উপলক্ষে দেশীয় ফ্যাশন ব্র্যান্ড বিশ্বরঙ-এর সব পণ্যে চলছে ৩০ শতাংশ মূল্যছাড়। ২৩ আগস্ট থেকে শুরু হয়ে অফারটি চলবে স্টকের পোশাক শেষ না হওয়া পর্যন্ত। এই সুযোগ উপভোগ করা যাবে বিশ্বরঙ-এর সব শোরুম আর অনলাইনে।
যেকোনো উৎসবেই থিমভিত্তিক পোশাক নকশা করে থাকে সুপরিচিত ফ্যাশন ব্র্যান্ড বিশ্বরঙ। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এবারও ব্র্যান্ডটি দুর্গা থিমে সাজিয়েছে সংগ্রহ। পরিবারের সবার জন্য পোশাক রাখা হয়েছে এই সংগ্রহে।
মেয়েদের জন্য এই সংগ্রহে আছে থিমভিত্তিক শাড়ি, সালোয়ার-কামিজ ও কুর্তি । আর ছেলেদের জন্য আছে পাঞ্জাবি। ছোটদের জন্য রঙিন ও নজরকাড়া সব পোশাক আছে এই শারদ সংগ্রহে। বিশ্বরঙ-এর পূজার এই সংগ্রহে লাল, সাদা, হলুদ, নীল, সবুজ, গোলাপির আধিক্য চোখে পড়ছে।
শাড়িতে বিশেষ গুরুত্ব পেয়েছে হাফ সিল্ক আর কামিজে ফ্যান্সি সিল্ক। এমব্রয়ডারি, প্যাচওয়ার্ক, স্ক্রিন প্রিন্ট, সুতার কাজ করে পোশাকগুলোতে পূজার আমেজ তুলে আনা হয়েছে।
নতুন পোশাকে পূজার আনন্দ আরও বাড়িয়ে দিতে সব পোশাকেই চলছে ৩০ শতাংশ মূল্যছাড়। ক্রেতারা এই সুযোগ উপভোগ করতে পারবেন বিশ্বরঙ-এর সব শোরুম আর অনলাইনে।