ফ্রিল্যান্সিং বিষয়ে ধারণা পেল শিক্ষার্থরা

প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০১৯
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png টেকভয়েস২৪  ডেস্ক
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png
  ছবি: সংগৃহীত

ফ্রিল্যান্সার অ্যাসোসিয়েশন অব চাঁদপুরের আয়োজনে শুক্রবার ফ্রিল্যান্সিং সম্পর্কে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে নেক্সাস আইটি ইনস্টিটিউটের সৌজন্যে জেলার প্রায় শতাধিক তরুণদের নিয়ে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ইনোভেটিভ আইডিয়ার ওপর বক্তব্য দেন চাঁদপুরে কৃতি সন্তান আইসিটি ডিভিশনের শেখ রাসেল ডিজিটাল ল্যাব প্রকল্পের পরিচালক ড. মোহাম্মদ শাহাদাত হোসেন।

 

সংগঠনের সভাপতি জাহাদুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন ইউএনবির বাংলা বিভাগের কান্ট্রি এডিটর রাশেদ শাহরিয়ার পলাশ, চাঁদপুর মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাসুদ হোসেন, ফ্রিল্যান্সিং গুরু মো. ইকরাম।

 

অনুষ্ঠানে ফাইবারের টপ রেটেড ফ্রিল্যান্সার চাঁদপুরের কৃতি সন্তান শাওন খান মাত্র দুবছরে ৩১ হাজার ডলার আয়ের কলাকৌশল নিয়ে উৎসাহমূলক বক্তব্য দেন।

 

সংগঠনের যুগ্ম সম্পাদক মুহাম্মদ আল আমিনের পরিচালনায় সেমিনারে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের প্রশ্নোত্তর পর্বে বক্তব্য দেন সংগঠনের সভাপতি জাহাদুল ইসলাম, সহ-সভাপতি দেলোয়ার হোসাইন, সহ-সাধারণ সম্পাদক নকিব চৌধুরী।

 

ফ্রিল্যান্স বিষয়ে পাওয়ারপয়েন্ট স্লাইড উপস্থাপন করেন সাংগঠনিক সম্পাদক এসএম জাকির, নারী বিষয়ক সম্পাদিকা সানজিদা নাসরিন রুপাই, সিনথিয়া আক্তার।

 

এসময় সংগঠনের বিভিন্ন পর্যায়ের সদস্য ও চাঁদপুরের বিভিন্ন কলেজের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

 

 

আপনার মতামত দিন