বছরের প্রথম প্রান্তিকে বিশ্বে পিসি বিক্রি বেড়েছে ৯ শতাংশ

প্রকাশ: বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png টেকভয়েস২৪  ডেস্ক
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png
  ছবি: সংগৃহীত
বছরের প্রথম তিন মাসে বিশ্বে ব্যক্তিগত কম্পিউটার (পিসি) আগের বছর (২০২৫) একই সময়ের তুলনায় ৯.০৪ শতাংশ বিক্রি বেড়েছে। এই সময়ে ডেস্কটপ, ল্যাপটপ ও ওয়ার্কস্টেশন বিক্রি হয়েছে ৬ কোটি ২৭ লাখ ইউনিট। এর মধ্যে শুধু ল্যাপটপের বিক্রি হয়েছে প্রায় পাঁচ কোটি ইউনিটে, যা গত বছরের তুলনায় ১০ শতাংশ বেশি। বাজার গবেষণা সংস্থা ক্যানালিস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

সংস্থাটি বলছে, জানুয়ারি-মার্চ প্রান্তিকে ডেস্কটপ (ডেস্কটপ ওয়ার্কস্টেশনসহ) বিক্রি ৮ শতাংশ বেড়ে ১ কোটি ৩০ লাখ ছাড়িয়েছে। প্রথম প্রান্তিকে বিক্রি বাড়ার একটি বড় কারণ ছিল ওইএম (অরিজিনাল ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারার) কোম্পানিগুলোর যুক্তরাষ্ট্রে বিক্রি বাড়ানোর সিদ্ধান্ত। উইন্ডোজ ১০-এর সাপোর্ট শেষ হওয়ার কারণে ব্যবহারকারীদের নতুন ডিভাইস কেনার যে প্রবণতা তৈরি হয়েছিল, তাও কমে যেতে পারে। এসব পরিবর্তন সরাসরি ও পরোক্ষভাবে বিশ্বব্যাপী পিসি বাজারের জন্য চ্যালেঞ্জ সৃষ্টি করতে পারে।

ক্যানালিসের প্রধান বিশ্লেষক ইশান দত্ত বলেছেন, ‘২০২৫ সালের প্রথম প্রান্তিকে পিসি রফতানিতে ব্যাপক প্রবৃদ্ধি দেখা গেছে। কারণ শুল্ক ঘোষণার আগেই বিক্রেতারা যুক্তরাষ্ট্রে দ্রুত পণ্য পাঠিয়েছে।’

তিনি জানান, শুল্ক বৃদ্ধির প্রভাব মোকাবেলা করতে বাণিজ্য নীতির অনিশ্চয়তার মধ্যেও কোম্পানিগুলো সরবরাহ ত্বরান্বিত করেছে। এ সময় এইচপি যথাক্রমে প্রায় ২০ ও ১৩ শতাংশ হারে যুক্তরাষ্ট্রে পিসি বিক্রি বাড়িয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এমন প্রবণতা স্বল্পমেয়াদে পিসি বাজারকে চাঙ্গা করলেও ভবিষ্যতে শুল্কের প্রভাব বড় জটিলতা তৈরি করতে পারে।

এদিকে টানা কয়েক প্রান্তিকের মন্দা কাটিয়ে ২০২৪ সালের প্রথম ও দ্বিতীয় প্রান্তিকে প্রবৃদ্ধির দেখা পায় পিসির বাজার। তবে তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) আবারো বিক্রি কমে যায় ২ দশমিক ৪ শতাংশ। এর আগে দুই বছর টানা সাত প্রান্তিকে বিক্রি নিম্নমুখী ছিল বাজারটির।

বিশ্লেষকরা বলছেন, মূল্যবৃদ্ধির কারণে অনেক ব্যবহারকারী ও প্রতিষ্ঠান নতুন হার্ডওয়্যার বা আপগ্রেডে বিলম্ব করতে পারে। ফলে উইন্ডোজের নিরাপত্তা ব্যবস্থা দুর্বল হওয়াসহ কর্মক্ষমতায় বাধা তৈরি হতে পারে। অর্থাৎ শুল্ক নীতির প্রভাব শুধু পিসি বাজারেই নয়, প্রযুক্তি নিরাপত্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করবে।

এর আগে আন্তর্জাতিক বাজার গবেষণা সংস্থা আইডিসি পূর্বাভাস দিয়ে বলেছিল, ২০২৫ সালের দিকে তাকালে পিসি শিল্পে কিছু ইতিবাচক ও নেতিবাচক পরিস্থিতি সামনে আসবে। ফলে ভবিষ্যতে এ ডিভাইসের চাহিদা কেমন হবে তা বোঝা বেশ কঠিন।

পিসি বিক্রি, বাজার হিস্যা ও প্রবৃদ্ধির দিক থেকে গত প্রান্তিকে শীর্ষে থাকা পাঁচ কোম্পানি হলো লেনোভো, এইচপি, ডেল টেকনোলজিস, অ্যাপল ও আসুস।

আপনার মতামত দিন