লেনোভো ল্যাপটপের সঙ্গে মিলবে স্বপ্ন’র বিশেষ ভাউচার

প্রকাশ: রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png নিজস্ব প্রতিবেদক
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png
  ছবি: সংগৃহীত

বর্তমান সময়ে অনলাইন ক্লাস, ভার্চুয়াল মিটিং, প্রজেক্ট সাবমিশন কিংবা সাধারণ মাল্টিটাস্কিং-এর জন্য একটি নির্ভরযোগ্য ল্যাপটপ প্রয়োজন-যা যেন ব্যয়বহুল না হয়, আবার মানের দিক থেকেও আপস না করে। 

এই বাস্তবতা বিবেচনায় রেখে গ্লোবাল ব্র্যান্ড পিএলসি মাত্র ৩৮ হাজার ১শ’ টাকার মধ্যে লেনোভো ব্রান্ডের আধুনিক কনফিগারেশনের দুটি নতুন ল্যাপটপ বাজারে এনেছে, যা প্রযুক্তিপ্রেমী তরুণদের জন্য নিঃসন্দেহে একটি বড় সুসংবাদ।

দুটি আকর্ষণীয় মডেল এখন আপনার নাগালে-

লেনোভো আইডিয়াপ্যাড স্লিম ওয়ান আই (মডেল: 82V700L6IN)
আজকের ব্যস্ত সময়ে সময় মানেই গতি। আর এই ল্যাপটপটি ঠিক সেই কাজেই দক্ষ। ১৫.৬ ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে, ইন্টেল সেলেরন N4020 প্রসেসর, ৮ জিবি র‌্যাম এবং ২৫৬ জিবি এসএসডি-সব মিলিয়ে এটি এমন একটি নির্ভরযোগ্য সঙ্গী, যা হালকা-পাতলা ডিজাইনের সঙ্গে স্মুথ পারফরম্যান্সও নিশ্চিত করে। দাম- ৩৫ হাজার ৫শ’ টাকা মাত্র।

লেনোভো আইডিয়াপ্যাড স্লিম ওয়ান আই (মডেল: 82LX00FEIN)
বড় স্টোরেজ, ভালো প্রসেসর আর বাজেটের মধ্যে সব সুবিধা একসাথে চান? তাহলে এই মডেলটি হতে পারে আপনার সেরা পছন্দ। ইন্টেল সেলেরন N4500 প্রসেসর, ৮ জিবি র‌্যাম এবং ৫১২ জিবি এসএসডি যুক্ত এই ১৫.৬ ইঞ্চির এইচডি ডিসপ্লের ল্যাপটপটি শিক্ষার্থী, ঘরোয়া ব্যবহারকারী কিংবা দৈনন্দিন কাজের জন্য নিঃসন্দেহে একটি নিরাপদ এবং কার্যকরী বিনিয়োগ। দাম- ৩৮ হাজার ১শ’ টাকা মাত্র।

মেগা অফার অ্যালার্ট! এই মডেলের ল্যাপটপ কিনলেই পাচ্ছেন ৫শ’ টাকার স্বপ্ন ভাউচার একদম ফ্রি!

যে ফিচারগুলো আপনার নজর এড়ানো উচিত নয়
বাজেটেই এখন ডলবি অডিওর সুবিধা-প্রতিটি শব্দ হবে ক্লিয়ার, প্রতিটি মুহূর্ত আরও প্রাণবন্ত। ৭২০পি এইচডি ক্যামেরা দিচ্ছে অনলাইন ক্লাস, মিটিং বা ভার্চুয়াল সেশনে শার্প ভিজ্যুয়াল। ঝামেলাবিহীন কানেক্টিভিটির জন্য থাকছে দ্রুতগতির ওয়াইফাই ও ব্লুটুথ। 

আস্থার সাথে নিশ্চিন্তে ব্যবহার করুন ২ বছরের অফিসিয়াল ওয়ারেন্টির সাথে। পাওয়া যাচ্ছে গ্লোবাল ব্র্যান্ড পিএলসি-এর ওয়েবসাইট, সকল ব্রাঞ্চ এবং অনুমোদিত ডিলার হাউজে।

image

আপনার মতামত দিন