সিটি আইটি মেগা ফেয়ারে গ্রাহকদের আকৃষ্ট করছে গ্লোবাল ব্র্যান্ডের বহুবিধ অফার

প্রকাশ: বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png নিজস্ব প্রতিবেদক
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png
  ছবি: সংগৃহীত

সিটি আইটি মেগা ফেয়ার ২০২৫-এর দ্বিতীয় দিন প্রযুক্তিপ্রেমীদের পদচারণায় ছিল প্রাণবন্ত ও উচ্ছ্বাসমুখর। দেশের শীর্ষ প্রযুক্তি পণ্য ডিস্ট্রিবিউটর Global Brand PLC তাদের পাঁচটি স্টলে প্রদর্শন করছে বিভিন্ন আন্তর্জাতিক ব্র্যান্ডের আকর্ষণীয় পণ্য ও বিশেষ অফার, যা দর্শনার্থীদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।

ASUS স্টলে চলছে বিশেষ এনগেজমেন্ট ক্যাম্পেইন, যেখানে দর্শনার্থীরা যেকোনো গ্যাজেট নিয়ে ছবি তুলে শেয়ার করলেই অংশ নিতে পারছেন পুরস্কার জয়ের সুযোগে। ঠিক পাশেই Lenovo স্টলে Authorized Intel Laptop ক্রয়ে প্রসেসর অনুযায়ী ১,০০০ থেকে ৩,০০০ টাকা পর্যন্ত নিশ্চিত শপিং ভাউচার প্রদান করা হচ্ছে, যা ক্রেতাদের জন্য দারুণ মূল্য সংযোজন।

নেটওয়ার্কিং পণ্য নির্মাতা Cudy তাদের স্টলকে রূপ দিয়েছে ‘Cashback Zone’ এ। নির্দিষ্ট পণ্যে সর্বোচ্চ ২০% পর্যন্ত ক্যাশব্যাকের পাশাপাশি থাকছে ফ্রি টি-শার্ট, বিশেষ গিফট এবং লাইভ ডেমো সেশন। অন্যদিকে Vention স্টল আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে Buy 1 Get 1 Free, মূল্য ছাড় এবং সারপ্রাইজ গিফটের মাধ্যমে।

image

আপনার মতামত দিন