বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় চিকিৎসা ব্যয় বৃদ্ধির তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানিয়েছে বাংলাদেশ সাধারণ নাগরিক সমাজ।
শনিবার (১ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের আহ্বায়ক মহিউদ্দিন আহমেদ বলেন, ‘দেশের অর্থনীতি যখন বেসামাল সাধারণ মানুষের আয়-রোজগার দিন দিন কমে যাচ্ছে, অন্যদিকে মূল্য স্থিতি বৃদ্ধির ফলে মানুষের ব্যয় বৃদ্ধি পেয়েছে, সেই সময় দেশে সাধারণ মানুষের সর্বোচ্চ চিকিৎসার জন্য নিয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা ব্যয় বৃদ্ধির যে সিদ্ধান্ত সিন্ডিকেট সভায় গত ২৬ তারিখে নিয়েছে তার সম্পূর্ণভাবে গণমানুষের সাথে প্রহসন ছাড়া কিছু না।’
সংগঠনটির আহ্বায়ক বলেন, ‘সাধারণ মানুষ বিদেশে গিয়ে উন্নত চিকিৎসা করতে পারে না তাদের একমাত্র ভরসা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। যেখানে আগে বিশেষজ্ঞ চিকিৎসক ফি ২০০ টাকা ছিল সেখানে বর্তমানে করা হয়েছে ৪০০ টাকা। ডায়ালাইসিসে ৩০% ফিজিওথেরাপিতে ২০ শতাংশ এবং পিএনআইসিইউ সেবামূল্য বৃদ্ধি করা হয়েছে ৪০ শতাংশ। ডায়ালাইসিস চার্জ ২৭০০ টাকার তলে ৩৫০০ টাকা করা হয়েছে অর্থাৎ কিডনি রোগীদের ডালাসিসে অতিরিক্ত গুনতে হবে প্রায় ৩০ শতাংশ। মেডিসিন এবং ফিজিওথেরাপিতে বিশ শতাংশ। এভাবে প্রত্যেকটি সেবার মূল্যবৃদ্ধি করা হয়েছে যা জুলাই গণঅভ্যুত্থানের সাথে সম্পূর্ণভাবে সাংঘর্ষিক।’
মহিউদ্দিন আহমেদ আরও বলেন, ‘রমজানের পূর্বে এ ধরনের সেবার মূল্য বৃদ্ধি করা সাধারণ মানুষের সাথে প্রশাসন ছাড়া কিছু না। সাধারণ মানুষের চিকিৎসা দিতে যখন সরকারি হাসপাতালগুলি হিমশিম খাচ্ছে, সেই সময় সরকারি ভাবে সর্বোচ্চ চিকিৎসা পেতে নাগরিকদের অতিরিক্ত খরচ বৃদ্ধি করে গণমানুষের সাথে প্রতারণা শুরু করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। আমরা সরকারের প্রতি বিনীতভাবে অনুরোধ করছি সেবার মান বৃদ্ধি করুন, মূল্য নয়। প্রহসনের এই মূল্যবৃদ্ধি সিদ্ধান্ত প্রত্যাহার করুন। সিন্ডিকেটের অনৈতিক সিদ্ধান্ত বাতিল করুন।