বিমানে ফ্রি ওয়াই-ফাই সেবা দেবে আমেরিকান এয়ারলাইন্স, তবে শর্ত আছে

প্রকাশ: শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png টেকভয়েস২৪  ডেস্ক
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png
  ছবি: সংগৃহীত
আমেরিকান এয়ারলাইন্স ঘোষণা দিয়েছে, তারা ২০২৬ সালের জানুয়ারি থেকে যাত্রীদের জন্য বিনামূল্যে ইনফ্লাইট ওয়াই-ফাই সুবিধা চালু করতে যাচ্ছে। এই সেবাটি AT&T-এর সহায়তায় চালু হবে এবং বছরে ২০ লাখের বেশি ফ্লাইটে উচ্চগতির ইন্টারনেট সেবা দেওয়া হবে।

তবে এই সুবিধা পেতে হলে যাত্রীদের আমেরিকান এয়ারলাইন্সের ‘এঅ্যাডভান্টেজ’ লয়্যালটি প্রোগ্রামের সদস্য হতে হবে। সদস্য হলে শুধু লগইন করলেই বিমানে ইন্টারনেট ব্যবহার করা যাবে।

এয়ারলাইন্সটি জানিয়েছে, তাদের ৯০ শতাংশ বিমানে ইতোমধ্যে ভায়াস্যাট ও ইন্টেলস্যাটের স্যাটেলাইট-ভিত্তিক ওয়াই-ফাই প্রযুক্তি লাগানো হয়েছে। ২০২৫ সালের মধ্যে আরও ৫০০টির বেশি আঞ্চলিক বিমানেও এই প্রযুক্তি বসানোর পরিকল্পনা আছে।

বর্তমানে যুক্তরাষ্ট্রের প্রায় সব বড় এয়ারলাইন্স কোনো না কোনোভাবে ফ্রি ওয়াই-ফাই দিচ্ছে। ইউনাইটেড এয়ারলাইন্স স্টারলিংকের মাধ্যমে এই সেবা চালু করেছে। হাওয়াইয়ান এয়ারলাইন্স ও ডেল্টা ২০২২ সালে স্পেসএক্সের ইন্টারনেট ব্যবহার শুরু করে। পরে ডেল্টা ২০২৩ সালে ভায়াস্যাট ও টি-মোবাইলের সহায়তায় ফ্রি ওয়াই-ফাই প্রোগ্রাম চালু করে, যেখানে লয়্যালটি প্রোগ্রামের সদস্য হতে হয়। সূত্র: এনগ্যাজেট।

আপনার মতামত দিন