ডাক ও টেলিযোগাযোগ নতুন সচিব আব্দুন নাসের খান

প্রকাশ: বুধবার, ৩০ জুলাই, ২০২৫
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png টেকভয়েস২৪ রিপোর্ট
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png
  ছবি: সংগৃহীত

অতিরিক্ত সচিব থেকে পদোন্নতি পেয়ে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব হলেন আব্দুন নাসের খান। তিনি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

আব্দুন নাসের খান (৬৩৫৪) জনপ্রশাসন মন্ত্রণালয়ে উপসচিব, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) এবং পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের পরিচালক ছাড়াও  পরবর্তীতে যুগ্ম-সচিব হিসেবে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।

গত বছরের ২৫ আগস্ট যখন  প্রশাসনে বঞ্চিত ১৩১ জন যুগ্মসচিবকে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি দেওয়া হয় তখন তিনি অতিরিক্ত সচিবের দায়িত্ব পান।  

৩০ জুলাই, বুধবার এ নিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সাবেক সচিব ড. মো. মুশফিকুর রহমান অবসরে যাওয়ায় এই বিভাগের রুটিন দায়িত্ব পালন করছিলেন জহিরুল ইসলাম।  

এদিকে একই দিনে মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) তসলিমা কানিজ নাহিদাকে সচিব পদে পদোন্নতি দিয়ে বাংলাদেশ সরকারি কল্যাণ বোর্ডের মহাপরিচালক (ডিজি) নিয়োগ দেওয়া হয়েছে। বাংলাদেশ সরকারি কল্যাণ বোর্ডের মহাপরিচালকের পদটি সচিব পদমর্যাদার।

আলাদা প্রজ্ঞাপনে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের চেয়ারম্যান সৈয়দ মো. নূরুল বাসিরকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।  

image

আপনার মতামত দিন