ঈদে সরকারি চাকরিজীবীরা পাচ্ছেন ৯ দিন ছুটি

প্রকাশ: বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png টেকভয়েস২৪  ডেস্ক
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png
  ছবি: সংগৃহীত
সরকারের নির্বাহী আদেশে আগামী ৩ এপ্রিল সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এর ফলে সরকারি চাকরিজীবীরা আসন্ন ঈদুল ফিতরে টানা ৯ দিন ছুটি উপভোগ করতে পারবেন।

ঈদে মানুষের যাতায়াতের সুবিধার কথা চিন্তা করে ৩ এপ্রিল সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার।

বৃহস্পতিবার (২০ মার্চ) প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভায় এই ছুটির প্রস্তাব অনুমোদন করা হয়।

এ বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে বলা হয়েছে, ‘পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে সর্বসাধারণের যাতায়াত নির্বিঘ্ন করার জন্য নির্বাহী আদেশে ৩ এপ্রিল সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। আজ উপদেষ্টা পরিষদের এক সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।’

জনপ্রশাসন মন্ত্রণালয় ৩ এপ্রিল নির্বাহী আদেশে সাধারণ ছুটি ঘোষণার প্রস্তাব করেছিল।

আগামী ৩১ মার্চ ঈদের দিন ধরে ২৯, ৩০ ও ৩১ মার্চ এবং ১ ও ২ এপ্রিল পাঁচ দিন ঈদের ছুটি নির্ধারণ করা আছে। ঈদের ছুটি শুরু হওয়ার আগে ২৮ মার্চ শুক্রবার শবে কদরের ছুটি। এই হিসাবে ২৮ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত টানা ছয় দিনের ছুটি ছিল।

ছুটি শেষে আগামী ৩ এপ্রিল বৃহস্পতিবার অফিস খোলার কথা ছিল। ৪ ও ৫ এপ্রিল শুক্র-শনিবার সাপ্তাহিক ছুটি।

ছাত্র-জনতার অভ্যুত্থানে সরকারের পতনের পর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ঈদের ছুটি ৩ দিন থেকে বাড়িয়ে ৫ দিন করেছে।

image

আপনার মতামত দিন