মাছ লুটে বাধা দেওয়ায় পুলিশকে হাজারও জনতার ধাওয়া

প্রকাশ: শুক্রবার, ০৭ মার্চ, ২০২৫
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png নিজস্ব প্রতিবেদক
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png
  ছবি: সংগৃহীত
সুনামগঞ্জে মাছ লুটের মচ্ছব চলছে। গত এক সপ্তাহে অন্তত ৯টি জলমহাল থেকে লুট করা হয়েছে কয়েক কোটি টাকার মাছ।

শুক্রবার (৭ মার্চ)  জেলার শাল্লা উপজেলা সতোয়া জলমহালে মাছ লুট করতে যায় হাজারও জনতা। খবর পেয়ে পুলিশ তাদের বাধা দিতে গেলে আশপাশের কয়েক গ্রামের হাজারও জনতা তাদের ধাওয়া দিয়েছে। এতে পুলিশ ও মাছ লুট করতে আসা জনতার মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

পুলিশ জানায়, সকালের সতোয়া বিলে দ্বিতীয় দফায় আশেপাশে কয়েক গ্রামের কয়েক হাজার মানুষ মাছ ধরতে জড়ো হন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বাধা দেয় পুলিশ। এতে তারা ক্ষুব্ধ হয়ে পুলিশকে ধাওয়া দেয়। ঘটে পাল্টা ধাওয়ার ঘটনাও। এক পর্যায়ে মাছ ধরতে আসা জনতা জলমহাল ইজারাদারদের দুইটি ছাউনি ঘরে আগুন ধরিয়ে দেয়।

শাল্লা থানার অফিসার ইনচার্জ মো. শফিকুল ইসলাম জানান, পরে সেনাবাহিনী ও স্থানীয় প্রশাসন, পুলিশ এবং স্থানীয়দের যৌথ প্রচেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণ আনা হয়। সংশ্লিষ্টদের হস্তক্ষেপে জলমহাল এলাকা ছেড়ে যান মাছ ধরতে আসা কয়েক হাজার জনতা। পরিস্থিতি এখন শান্ত রয়েছে। জলমহালের মাছ সুরক্ষায় পুলিশ সার্বক্ষণিক মোতায়েন থাকবে।

এদিকে সরকারি জলমহালে মাছ না ধরার পাশাপাশি এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখতে এলাকাবাসীর প্রতি আহবান জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পিয়াস চন্দ্র দাস।
image

আপনার মতামত দিন