তামিমের হার্টে ব্লক, পরানো হয়েছে রিং

প্রকাশ: সোমবার, ২৪ মার্চ, ২০২৫
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png টেকভয়েস২৪ রিপোর্ট
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png
  ছবি: সংগৃহীত
ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ খেলতে আজ সকালে সাভারের বিকেএসপিতে যান তামিম। সকালে মোহামেডান স্পোর্টিং ক্লাব-শাইনপুকুর ম্যাচের টসেও অংশ নেন। ফিল্ডিংয়ে নামার আগে বুকে তীব্র ব্যথা অনুভব করেন তামিম ইকবাল। তাকে দ্রুত সাভারের ফজিলাতুন্নেছা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তামিমের অ্যানজিওগ্রাম করিয়ে হার্টে ব্লক পাওয়া গেছে। চিকিৎসকরা তার হার্টে রিং পরিয়েছেন।

তামিমকে ঢাকায় আনতে বিকেএসপিতে একটি হেলিকপ্টার নেওয়া হয়েছিল। কিন্তু অসুস্থতার কারণে তাতে ওঠানো যায়নি। এরপর ফজিলাতুন্নেছা হাসপাতালেই রিং পরানোর উদ্যোগ নেওয়া হয়।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসা বিভাগের প্রধান দেবাশীষ চৌধুরী জানিয়েছেন, তামিমের দুবার হার্ট অ্যাটাক হয়েছিল। এখন পরিস্থিতি উন্নতির দিকে।

তামিমের হার্টে ব্লক ধরা পরা ও রিং পরানোর খবর জানিয়ে তাঁর অফিশিয়াল ফেসবুক পেজ থেকে একটি পোস্ট দিয়েছেন অ্যাডমিন।

হাসপাতালে তামিমের স্ত্রী আয়েশা সিদ্দিকা, বড় ভাই নাফীস ইকবালসহ পরিবারের সদস্যরা উপস্থিত আছেন।

তামিমকে দেখতে হাসপাতালে পৌঁছেছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদও। এর আগে তামিমের অসুস্থতার খবরে ১৯তম বোর্ড সভা স্থগিত করে বিসিবি।

এদিকে তামিমের শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার পক্ষে তাঁর উপ–প্রেসসচিব আবুল কালাম আজাদ বিসিবি প্রধান নির্বাহী নিজামউদ্দিনের সঙ্গে যোগাযোগ রাখছেন বলে প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে জানানো হয়।
image

আপনার মতামত দিন