ইলন মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রতিষ্ঠান এক্সএআই তাদের তৈরি চ্যাটবট গ্রোক-এ নতুন একটি অত্যাধুনিক ফিচার চালু করেছে। নতুন ফিচারটির নাম ‘গ্রোক ভিশন’। এটি এমন একটি প্রযুক্তি, যার মাধ্যমে ব্যবহারকারীরা স্মার্টফোনের ক্যামেরা দিয়ে কোনো বস্তু, লেখা বা চিত্রের দিকে তাক করলেই, গ্রোক সেটি চিনে নিয়ে তা সম্পর্কে বিস্তারিত তথ্য দিতে পারবে।
এই ফিচারটি মূলত মানুষের চোখের মতো কাজ করে। এটি ছবি বিশ্লেষণ করে তথ্য খুঁজে বের করে, এবং তাৎক্ষণিকভাবে ব্যবহারকারীর প্রশ্নের উত্তর দেয়।
এক্সএআই জানিয়েছে, এই ফিচারটি প্রাথমিকভাবে শুধুমাত্র আইওএস (আইফোন ও আইপ্যাড) ব্যবহারকারীদের জন্য চালু করা হয়েছে। অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা এখনই এটি ব্যবহার করতে পারবেন না। তবে ভবিষ্যতে এই সুবিধাটি অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মেও যুক্ত হবে বলে আশা করা যাচ্ছে।
গ্রোকের নতুন ফিচারগুলো কী কী?
নতুন আপডেটে গ্রোকে যোগ হয়েছে আরও কিছু স্মার্ট ফিচার, যার মধ্যে উল্লেখযোগ্য:
>> ভয়েস মোডে বহু ভাষায় অডিও সাপোর্ট: গ্রোক এখন ভয়েস মোডে অনেক ভাষায় কথা বলতে এবং বুঝতে পারছে। এতে ব্যবহারকারীরা তাদের পছন্দের ভাষায় প্রশ্ন করতে পারবেন এবং উত্তর শুনতে পারবেন।
>> রিয়েল-টাইম সার্চ: এখন গ্রোকের মাধ্যমে ইন্টারনেটে তাৎক্ষণিকভাবে তথ্য খুঁজে পাওয়া যাচ্ছে। প্রশ্ন করলেই মুহূর্তে উত্তর দিচ্ছে গ্রোক।
তবে এই সুবিধাগুলো অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা শুধুমাত্র মাসিক ৩০ ডলারের 'সুপারগ্রোক' সাবস্ক্রিপশনে ব্যবহার করতে পারবেন।
গ্রোক ভিশনের সম্ভাব্য ব্যবহার
‘গ্রোক ভিশন’ কেবল মজার বা অভিনব কোনো ফিচার নয়, এটি বাস্তব জীবনের অনেক কাজে ব্যবহার করা যাবে। উদাহরণ হিসেবে বলা যায়:
>> চিকিৎসাক্ষেত্রে: চিকিৎসক বা রোগী ক্যামেরা দিয়ে রক্ত পরীক্ষা, এক্স-রে বা রিপোর্ট দেখালে গ্রোক ছবি বিশ্লেষণ করে রোগ সম্পর্কে ধারণা দিতে পারে।
>> শিক্ষাক্ষেত্রে: শিক্ষার্থীরা বইয়ের পৃষ্ঠা, সাইনবোর্ড, বোর্ডের লেখা বা প্রকল্পের চিত্র দেখিয়ে সাহায্য পেতে পারে। এটি তাদের পড়াশোনাকে আরও সহজ ও ইন্টারেকটিভ করবে।
>> ডিজাইন ও প্রযুক্তি: গ্রাফিক ডিজাইনার, ইঞ্জিনিয়ার বা প্রোডাক্ট ডিজাইনাররা ছবি বা নকশা দেখিয়ে দ্রুত তথ্য বা সমাধান পেতে পারেন।
মেমোরি ফিচার: গ্রোক এখন আগের কথাও মনে রাখে
এপ্রিল মাসের শুরুতে গ্রোকে চালু হয়েছে আরেকটি গুরুত্বপূর্ণ ফিচার যার নাম ‘মেমোরি’। এই ফিচার গ্রোককে স্মরণশক্তি দেয়। এটি ব্যবহারকারীর পূর্ববর্তী প্রশ্ন, পছন্দ, অভ্যাস ও কথাবার্তা মনে রাখতে পারে। ফলে সময়ের সঙ্গে সঙ্গে গ্রোক ব্যবহারকারীর স্বভাবে আরও ভালোভাবে খাপ খাইয়ে কথা বলতে পারে এবং আরও উপযুক্ত পরামর্শ দিতে পারে।
‘গ্রোক ভিশন’ এবং ‘মেমোরি’ ফিচার যুক্ত হওয়ায় এখন গ্রোক কেবল কথোপকথনের চ্যাটবট নয়, বরং বাস্তব জগতের নানা দিক বিশ্লেষণ করতে সক্ষম এক ডিজিটাল সহকারী। এতে ব্যবহারকারীরা দৈনন্দিন জীবনের আরও অনেক কাজ সহজভাবে করতে পারবেন।
প্রযুক্তি বিশ্লেষকদের মতে, এক্সএআই এখন ওপেনএআই (চ্যাটজিপিটি) এবং গুগলের মতো বড় বড় প্রতিষ্ঠানের জন্য এক শক্ত প্রতিদ্বন্দ্বী হয়ে উঠছে। সূত্র: টাইমস অব ইন্ডিয়া ও টেকক্রাঞ্চ