গুগলে নতুন এআই মোডের যত সুবিধা

প্রকাশ: বুধবার, ০২ এপ্রিল, ২০২৫
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png টেকভয়েস২৪  ডেস্ক
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png
  ছবি: সংগৃহীত

গুগল সম্প্রতি সার্চের জন্য নতুন একটি এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) মোড চালু করেছে। এই মোড সার্চ ফলাফলকে আরও বুদ্ধিমত্তাসম্পন্ন ও কার্যকর করে তুলবে। এটি ব্যবহারকারীদের প্রয়োজনীয় তথ্য সংক্ষেপে এবং গোছানোভাবে উপস্থাপন করবে। ফলে আলাদা করে ওয়েবসাইটে প্রবেশ করার প্রয়োজন কমে যাবে।

প্রথমে এই সুবিধাটি শুধুমাত্র গুগল ওয়ান এআই প্রিমিয়াম গ্রাহকদের জন্য উন্মুক্ত করা হয়েছিল। তবে মাত্র তিন সপ্তাহের মধ্যেই এটি যুক্তরাষ্ট্রের সাধারণ ব্যবহারকারীদের জন্যও চালু করা হয়েছে।

নতুন এআই মোডের সুবিধা
গুগল সার্চের প্রচলিত "All" ও "Images" ট্যাবের পাশেই নতুন এআই মোড যুক্ত হয়েছে। এটি গুগলের আগের "এআই ওভারভিউস" ফিচারের উন্নত সংস্করণ। নতুন এই প্রযুক্তির মাধ্যমে-

>> বিভিন্ন ওয়েবসাইট থেকে তথ্য সংগ্রহ করে একসঙ্গে উপস্থাপন করা হবে।
>> গভীর বিশ্লেষণ ও যুক্তিযুক্ত সিদ্ধান্ত গ্রহণ করা সম্ভব হবে।
>>মাল্টিমিডিয়া তথ্য আরও ভালোভাবে বিশ্লেষণ করা যাবে।

ফলে ব্যবহারকারীরা দ্রুত উত্তর পাবেন এবং একাধিক ওয়েবসাইট ঘেঁটে দেখার প্রয়োজন কমবে।

অন্য দেশে চালু বিষয়ে কোন তথ্য জানায়নি গুগল
গুগল এখনো জানায়নি যুক্তরাষ্ট্রের বাইরে অন্যান্য দেশে কবে এই সুবিধা চালু হবে। তবে গুগলের সার্চ বিভাগের ভাইস প্রেসিডেন্ট রবি স্টেইন জানিয়েছেন, এটি ধাপে ধাপে আরও বিস্তৃত করা হবে।

যারা আগেই গুগল ল্যাবসের ওয়েটলিস্টে নাম লিখিয়েছেন, তারা শিগগিরই এই ফিচার ব্যবহার করতে পারবেন। নতুন ব্যবহারকারীরাও চাইলে গুগল ল্যাবসের মাধ্যমে পরীক্ষামূলকভাবে এই মোড ব্যবহারের জন্য আবেদন করতে পারেন। গুগল আবেদন গ্রহণ করলে ই-মেইলের মাধ্যমে তা নিশ্চিত করবে।

গুগল জানিয়েছে, ভবিষ্যতে এই এআই মোড আরও উন্নত করা হবে। নতুন আপডেটগুলোর মধ্যে থাকতে পারে,

>> ভিজ্যুয়াল রেসপন্স (যাতে তথ্য আরও সহজে বোঝা যায়)।
>> উন্নত ফরম্যাটিং (যাতে তথ্য আরও গোছানোভাবে উপস্থাপন করা হয়)।
>> প্রাসঙ্গিক ওয়েবসাইটের তথ্য আরও কার্যকরভাবে দেখানো।

এর ফলে সার্চ করা তথ্য আরও দ্রুত ও সহজে পাওয়া যাবে। সূত্র: অ্যান্ড্রয়েড পুলিশ


image

আপনার মতামত দিন