নতুন চুক্তিতে ইলন মাস্কের এক্স ও এক্সএআই একীভূত

প্রকাশ: মঙ্গলবার, ০১ এপ্রিল, ২০২৫
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png টেকভয়েস২৪  ডেস্ক
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png
  ছবি: সংগৃহীত
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স (সাবেক টুইটার) এবং কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান এক্সএআই (xAI) একীভূত হয়েছে। ইলন মাস্ক ঘোষণা দিয়েছেন, সম্পূর্ণ স্টক স্থানান্তরের মাধ্যমে এক্সএআই এখন এক্স-এর মালিকানা নিয়েছে। এই একীভূতকরণের ফলে এক্স-এর মূল্য নির্ধারিত হয়েছে ৩৩ বিলিয়ন ডলার, যেখানে এক্সএআই-এর মূল্য দাঁড়িয়েছে ৮০ বিলিয়ন ডলারে।

একীভূতকরণের প্রভাব
ইলন মাস্ক এক্স-এ এক পোস্টে লেখেন, "এক্সএআই এবং এক্স-এর ভবিষ্যৎ একে অপরের সঙ্গে সম্পৃক্ত। আমরা আজ আনুষ্ঠানিকভাবে আমাদের ডেটা, মডেল, কম্পিউটিং, বিতরণ এবং প্রতিভাকে একত্রিত করার পদক্ষেপ নিচ্ছি।"

এক্সএআই প্রতিষ্ঠিত হয় ২০২৩ সালে এবং তাদের প্রধান প্রযুক্তি হলো কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটবট ‘গ্রোক’ (Grok)। এই চ্যাটবট প্রশিক্ষিত হয়েছে এক্স প্ল্যাটফর্মের বিশাল ডেটাসেট ব্যবহার করে। বর্তমানে এক্স-এর ব্যবহারকারীরা বিনামূল্যে এবং প্রিমিয়াম উভয় সংস্করণে গ্রোক ব্যবহারের সুযোগ পাচ্ছেন।

এক্স-এর বাজার মূল্য ও মাস্কের কৌশল
ইলন মাস্ক ২০২২ সালে ৪৪ বিলিয়ন ডলারে টুইটার কিনেছিলেন। তবে সাম্প্রতিক সময়ে এক্স-এর বাজার মূল্য কমে যাওয়ার খবর পাওয়া যায়। ২০২৩ সালের সেপ্টেম্বরে এক বিনিয়োগকারী এক্স-এর মূল্য ১০ বিলিয়ন ডলারেরও কম নির্ধারণ করেছিলেন। তবে, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের বিজয়ের পর এক্স-এর মূল্য পুনরুদ্ধার হয়েছে বলে জানা গেছে।

ভবিষ্যৎ পরিকল্পনা

মাস্ক জানিয়েছেন, একীভূত কোম্পানি এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করবে যা কেবল বিশ্বকে তথ্য সরবরাহ করবে না, বরং মানবজাতির উন্নয়নেও ভূমিকা রাখবে।

এআই শিল্পে ইলন মাস্কের আগ্রহ নতুন কিছু নয়। তিনি ওপেনএআই (OpenAI) কেনারও চেষ্টা করছেন। মাস্ক শুরুতে ওপেনএআই-এর অন্যতম বিনিয়োগকারী ছিলেন, তবে এখন তিনি প্রতিষ্ঠানটিকে অলাভজনক থেকে লাভজনক সত্তায় রূপান্তর প্রতিরোধ করতে চান।

এদিকে, রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে যে, এক্স এবং এক্সএআই-এর এই চুক্তির নির্দিষ্ট কিছু বিষয় এখনো অস্পষ্ট রয়ে গেছে। বিশেষত, বিনিয়োগকারীরা এই শেয়ার স্থানান্তর অনুমোদন করেছে কিনা কিংবা তাদের কীভাবে ক্ষতিপূরণ দেওয়া হবে, সে বিষয়ে এখনো কোনো স্পষ্ট তথ্য পাওয়া যায়নি।

এই একীভূতকরণ মাস্কের দীর্ঘমেয়াদী কৃত্রিম বুদ্ধিমত্তা ও সামাজিক যোগাযোগ মাধ্যম সংক্রান্ত কৌশলেরই অংশ বলে মনে করা হচ্ছে।
image

আপনার মতামত দিন