ইমেইল মার্কেটে ইলন মাস্কের নতুন উদ্যোগ: কতটা সম্ভব?

প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png নিজস্ব প্রতিবেদক
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png
  ছবি: সংগৃহীত
ইলন মাস্ক, যিনি প্রতিনিয়ত নতুন চমক দিতে ভালোবাসেন, এবার টার্গেট করেছেন ইমেইল মার্কেট। মাস্ক তার মালিকানাধীন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সকে আরও বহুমুখী করতে ইমেইল পরিষেবা চালুর ঘোষণা দিয়েছেন। সম্ভাব্য এই পরিষেবার নাম হতে পারে 'এক্স মেইল', যা গুগলের জি-মেইলের সরাসরি প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে।

চলতি বছরের ফেব্রুয়ারিতে এক্স মেইল প্রজেক্টের ইঙ্গিত দিয়েছিলেন ইলন মাস্ক। এক্সের সিকিউরিটি ইঞ্জিনিয়ার ন্যাট ম্যাকগ্র্যাডির এক প্রশ্নের উত্তরে মাস্ক বলেছিলেন, "ওটা আসছে।" তবে শুধুমাত্র ইমেইল নয়, মাস্কের লক্ষ্য এক্স প্ল্যাটফর্মকে শপিং, পেমেন্ট, সোশ্যাল মিডিয়া সবকিছুর কেন্দ্রে নিয়ে আসা।

টাইমস নাও-এর প্রতিবেদন অনুযায়ী,  বর্তমানে, ইমেইল মার্কেটে অ্যাপল শীর্ষে অবস্থান করছে, যার ৫৩ শতাংশ মার্কেট শেয়ার রয়েছে। গুগলের জি-মেইল ধারণ করছে ৩০-৩১ শতাংশ শেয়ার। আউটলুক এবং ইয়াহু মেইলও উল্লেখযোগ্য প্রতিদ্বন্দ্বী হিসেবে টিকে রয়েছে। এই প্রতিযোগিতার মধ্যে এক্স মেইল কতটা জায়গা দখল করতে পারবে তা নিয়ে চলছে জল্পনা।

টুইটারের মালিকানা গ্রহণের পর ইলন মাস্ক প্ল্যাটফর্মটির নাম পরিবর্তন করে এক্স রাখেন। তার স্বপ্ন এটি শুধু সোশ্যাল মিডিয়া নয়, বরং শপিং, পেমেন্ট এবং ইমেইলসহ নানা সেবা প্রদানকারী একটি মাল্টিফাংশনাল প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলা।

বিশেষজ্ঞদের ধারণা, বিশ্বব্যাপী ইমেইল মার্কেটের ধারা পরিবর্তন করতে হলে এক্স মেইলকে শুধু ভালো পরিষেবা নয়, বরং ব্যবহারকারীদের জন্য নিরাপত্তা, গতি, এবং সহজলভ্যতার দিক থেকেও অগ্রণী হতে হবে। ইলন মাস্ক এর আগে পেমেন্ট সিস্টেম, স্পেস এক্স, এবং টেসলার মতো প্রকল্পে সফল হয়েছেন। তার এই নতুন উদ্যোগ কীভাবে গুগল ও অ্যাপলের প্রতিযোগিতায় জায়গা করে নিতে পারে, সেটিই এখন দেখার বিষয়।

এক্স মেইল নিয়ে ইলন মাস্কের পরিকল্পনা প্রযুক্তি জগতে উত্তেজনা সৃষ্টি করেছে। এটি শুধুমাত্র গুগলের জি-মেইলকে চ্যালেঞ্জ করবে না, বরং পুরো ইমেইল পরিষেবা শিল্পে নতুন মাত্রা যোগ করতে পারে। তবে বাস্তবে এটি কতটা সফল হবে, তা নির্ভর করছে ইলন মাস্কের পরিকল্পনার কার্যকারিতা এবং ব্যবহারকারীদের গ্রহণযোগ্যতার উপর। সূত্র: ফোর্বস ও টাইমস নাও

আপনার মতামত দিন