বিশ্বখ্যাত চিপ নির্মাতা প্রতিষ্ঠান ইন্টেল নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে নিয়োগ পেলেন চিপ শিল্পের অভিজ্ঞ ব্যক্তি লিপ-বু টান। বুধবার এই ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি। আগামী ১৮ মার্চ থেকে টান দায়িত্ব গ্রহণ করবেন। বৃহস্পতিবার (১৩ মার্চ) রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়, লিপ-বু টানের নিয়োগের খবর বিনিয়োগকারীদের মধ্যে ইতিবাচক প্রভাব ফেলেছে, যার ফলে ইন্টেলের শেয়ারের দাম ১২% বেড়েছে।
লিপ-বু টান একজন সুপরিচিত প্রযুক্তি নির্বাহী, যিনি সেমিকন্ডাক্টর শিল্পে দীর্ঘ অভিজ্ঞতা অর্জন করেছেন। তিনি এর আগে ইন্টেলের পরিচালনা পর্ষদের সদস্য ছিলেন, তবে কৌশলগত মতবিরোধের কারণে তিনি পদত্যাগ করেন। এবার ইন্টেলের সিইও হিসেবে দায়িত্ব নিয়ে তিনি প্রতিষ্ঠানটিকে আবারও বিশ্বমানের পর্যায়ে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।
বর্তমানে ইন্টেল এনভিডিয়া ও অন্যান্য প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানের তুলনায় পিছিয়ে আছে এবং তাদের চিপ উৎপাদন ব্যবসা পুনর্গঠনের চেষ্টা করছে।
বিশ্লেষকরা মনে করেন, টানের অভিজ্ঞতা ইন্টেলের জন্য নতুন সম্ভাবনা সৃষ্টি করবে এবং প্রতিষ্ঠানটিকে দীর্ঘমেয়াদে স্থিতিশীল করবে।
টান এর আগে ক্যাডেন্স ডিজাইন সিস্টেমসের সিইও ছিলেন, যেখানে তার নেতৃত্বে প্রতিষ্ঠানটি উল্লেখযোগ্য প্রবৃদ্ধি অর্জন করেছিল। এবার ইন্টেলে তার মূল চ্যালেঞ্জ হবে কোম্পানির প্রতিযোগিতামূলক অবস্থান পুনরুদ্ধার করা এবং বিনিয়োগকারীদের আস্থা ফেরানো। সূত্র: রয়টার্স।