জেমিনির এখন মাসিক সক্রিয় ব্যবহারকারী ৩৫ কোটির বেশি

প্রকাশ: শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png টেকভয়েস২৪  ডেস্ক
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png
  ছবি: সংগৃহীত
গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট জেমিনি এখন মাসিক ৩৫ কোটির বেশি সক্রিয় ব্যবহারকারী নিয়ে এআই জগতে নিজেদের শক্ত অবস্থান তৈরি করে ফেলেছে।

এই পরিসংখ্যানটি উঠে এসেছে গুগলের চলমান অ্যান্টিট্রাস্ট মামলার এক শুনানিতে, যেখানে ২০২৫ সালের মার্চ পর্যন্ত হালনাগাদ তথ্য উপস্থাপন করা হয়।

মাত্র ৫ মাসেই ব্যবহারকারী বেড়েছে ৩ গুণ!

পেছন ফিরে তাকালে দেখা যায়, ২০২৪ সালের অক্টোবর পর্যন্ত দৈনিক মাত্র ৯০ লাখ মানুষ ব্যবহার করতেন জেমিনি। অথচ মাত্র ৫ মাসেই সেই সংখ্যা বেড়ে ৩ কোটি ৫০ লাখে পৌঁছেছে! মাসিক হিসেবে সেটি দাঁড়ায় বিশাল ৩৫ কোটিতে।

এই দ্রুত প্রবৃদ্ধি নিঃসন্দেহে গুগলের এআই সক্ষমতার এক বড় প্রমাণ। তবে বিশেষজ্ঞরা বলছেন, এই উত্থান গুগলের জন্য পুরোপুরি স্বস্তিদায়ক নয়।

এখনো পিছিয়ে প্রতিদ্বন্দ্বীদের থেকে
যদিও জেমিনির ব্যবহারকারীর সংখ্যা চমকপ্রদ, তবে চ্যাটজিপিটি বা মাইক্রোসফট কোপাইলট এর মতো এআই টুলের তুলনায় এটি এখনো খানিকটা পিছিয়ে।

মার্চে চ্যাটজিপটির মাসিক ব্যবহারকারী ছিল প্রায় ৬০ কোটি

মেটা এআইয়ের ব্যবহারকারী ছিল ৫০ কোটি, যা সেপ্টেম্বরে জানিয়েছিলেন মার্ক জাকারবার্গ। অর্থাৎ, গুগল ব্যবহারকারী বাড়ালেও প্রতিযোগিতার মাঠে এখনো সামনে রয়েছে কিছু পথ পারি দেওয়ার বিষয়।

স্যামসাং, গুগল ওয়ার্কস্পেস ও ক্রোম-সব জায়গাতেই জেমিনির উপস্থিতি

গুগলের পেছনে থাকা অন্যতম কৌশল হলো-ব্যবহারকারীর প্রতিদিনের টেক লাইফে জেমিনিকে যুক্ত করে দেওয়া। স্যামসাং ফোন, গুগল ওয়ার্কস্পেস, গুগল ক্রোম-এসব প্ল্যাটফর্মেই এখন জেমিনির ইন্টিগ্রেশন বাড়ছে, ফলে অনেকে অজান্তেই জেমিনির ব্যবহারকারী হয়ে উঠছেন।

কিন্তু প্রযুক্তিগত সাফল্য বাড়ালে বাড়ে আইনি চাপও

এখানেই গুগলের স্বস্তি অস্বস্তিতে রূপ নেয়। বিশাল ব্যবহারকারী সংখ্যা গুগলের প্রযুক্তিগত সক্ষমতার প্রমাণ দিলেও, একচেটিয়া আধিপত্য সংক্রান্ত অভিযোগগুলোকে আরও জোরালো করছে।

বর্তমানে গুগল একাধিক দেশে অ্যান্টিট্রাস্ট বা প্রতিযোগিতা-বিরোধী আচরণের অভিযোগের মুখে। বিশেষজ্ঞরা বলছেন, জেমিনির উত্থান দেখিয়ে দিচ্ছে গুগলের দাপট-যা আদালতে তাদের পক্ষে ভালো না-ও হতে পারে।

এআই প্রযুক্তির বাজারে প্রতিযোগিতা এখন তুঙ্গে। ওপেনএআই, মাইক্রোসফট, মেটা আর গুগল-সবাই চাইছে কে কতটা “স্মার্ট” হতে পারে। জেমিনির ব্যবহার বাড়ছে, গুগল এগোচ্ছে-কিন্তু তাদের প্রতিটি অগ্রগতির সাথে পাল্লা দিয়ে বাড়ছে নজরদারি এবং প্রশ্ন। আমরা প্রযুক্তির এই দৌড় উপভোগ করছি, কিন্তু ভবিষ্যতে তা আমাদের জীবনে কী প্রভাব ফেলবে-সেটাই দেখার বিষয়। সূত্র: টেকক্রাঞ্চ ও দি ইনফরমেশন।

আপনার মতামত দিন