ডিপসিককে চ্যালেঞ্জ ছুঁড়ে দিল জেড ডট এআইয়ের নতুন মডেল

প্রকাশ: মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png টেকভয়েস২৪  ডেস্ক
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png
  ছবি: সংগৃহীত

চীনের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাত বিশ্বে প্রতিনিয়ত শক্তিশালী হয়ে উঠছে। দেশটির বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠান এখন শুধু নিজেদের মধ্যে প্রতিযোগিতায় সীমাবদ্ধ নেই, বরং বিশ্বজুড়ে আধিপত্য বিস্তারের লক্ষ্যে অগ্রসর হচ্ছে। এই প্রতিযোগিতার সর্বশেষ সংযোজন হলো চীনা স্টার্টআপ জেড ডট এআই (পূর্বে: ঝিপু)-এর নতুন এআই মডেল জেএলএম-৪.৫।

প্রযুক্তিগত দক্ষতা এবং খরচ-দুই দিক থেকেই এই মডেল ডিপসিকের ভি৩ মডেলকেও ছাপিয়ে যেতে পারে বলে দাবি করছে প্রতিষ্ঠানটি।

জেএলএম-৪.৫: কী আছে নতুন এই এআই মডেলে?
জেড ডট এআই সোমবার ঘোষণা করেছে, তাদের তৈরি জেএলএম-৪.৫ মডেলটি হবে একটি ‘এজেন্টিক এআই’ ভিত্তিক প্ল্যাটফর্ম। এর মানে, এই মডেল যেকোনো জটিল কাজকে নিজে থেকেই ছোট ছোট সাবটাস্কে ভাগ করে নিতে পারে এবং স্বয়ংক্রিয়ভাবে, নিখুঁতভাবে সম্পন্ন করতে পারে।

তাদের দাবি, জেএলএম-৪.৫ ডিপসিকের মডেলের চেয়ে অনেক সাশ্রয়ী:

>>মডেলটি পরিচালনায় মাত্র ৮টি এনভিডিয়া এইচ২০ চিপ প্রয়োজন।

>>এই এইচ২০ চিপগুলো চীন-বাজারে এনভিডিয়ার তৈরি একটি বিশেষ সংস্করণ, যা যুক্তরাষ্ট্রের রপ্তানি নিষেধাজ্ঞা এড়িয়ে চলে।

>>উল্লেখযোগ্যভাবে, জেএলএম-৪.৫ একটি ওপেন সোর্স মডেল। অর্থাৎ যেকোনো ডেভেলপার এটি বিনা খরচে ব্যবহার ও উন্নয়ন করতে পারবে।

 খরচের দিক থেকে বিশ্লেষণ
জেড ডট এআই তাদের টোকেন চার্জিং রেট প্রকাশ করেছে, যেখানে তারা প্রতি ১০ লাখ ইনপুট টোকেনে ১১ সেন্ট এবং আউটপুটে ২৮ সেন্ট চার্জ করবে।

এর তুলনায়:

>> ডিপসিকের আরআই মডেল ইনপুটে ১৪ সেন্ট ও আউটপুটে ২.১৯ ডলার চার্জ করে।

>> আর মুনশটের Kimi K2 মডেল ইনপুটে ১৫ সেন্ট এবং আউটপুটে ২.৫০ ডলার।

এতে বোঝা যায়, জেএলএম-৪.৫ কেবল প্রযুক্তিগতভাবে নয়, মূল্যনির্ধারণেও অনেক প্রতিযোগিতামূলক।

 জিওপলিটিক্স ও মার্কিন নিষেধাজ্ঞা
এই মডেলের উত্থান এমন এক সময়, যখন যুক্তরাষ্ট্র চীনের এআই অগ্রগতিতে শঙ্কা প্রকাশ করেছে। জুনে এক বিবৃতিতে ওপেনএআই স্পষ্টভাবে জেড ডট এআইয়ের নাম উল্লেখ করে সতর্কতা প্রকাশ করে, যে প্রতিষ্ঠানটি এআই খাতে দ্রুত ও গভীর অগ্রগতি করছে। এরপরই যুক্তরাষ্ট্র সরকার জেড ডট এআইকে এনটিটি তালিকায় যুক্ত করে, যার ফলে মার্কিন প্রতিষ্ঠানগুলো তাদের সঙ্গে ব্যবসা করতে পারবে না।

 বিনিয়োগ ও ভবিষ্যত পরিকল্পনা
জেড ডট এআই ইতোমধ্যে ১.৫ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ পেয়েছে। আলিবাবা, টেনসেন্ট, কোয়িমিয়ং ভেনচার পার্টনার্স এর মতো বিনিয়োগকারীদের সমর্থন রয়েছে। প্রতিষ্ঠানটি চীনের শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়ার প্রস্তুতি নিচ্ছে।

চীনের এআই রেনেসাঁ: অন্যান্য গুরুত্বপূর্ণ উদ্যোগ
চলতি মাসেই আরও কয়েকটি চীনা প্রতিষ্ঠান নতুন মডেল উন্মোচন করেছে:

>> মুনশটের Kimi K2: প্রোগ্রামিং দক্ষতায় OpenAI ও Anthropic-কে ছাড়িয়ে যাওয়ার দাবি।

>> টেনসেন্টের হুনইউয়ান ওয়ার্ল্ড 1.0: ৩ডি গেম নির্মাণের জন্য বিশেষায়িত।

>> আলিবাবার কিউওয়েন থ্রি-কোডার: উন্নতমানের কোড জেনারেশন টুল।

প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, জেড ডট এআইয়ের জেএলএম-৪.৫ মডেল শুধু একটি প্রযুক্তিগত উদ্ভাবন নয়, বরং এটি চীনের এআই খাতের নৈতিক, অর্থনৈতিক এবং কৌশলগত ক্ষমতা প্রদর্শনের এক প্রতীক। ডিপসিক, আলিবাবা, টেনসেন্টসহ চীনের শীর্ষ কোম্পানিগুলোর এই প্রতিযোগিতা বিশ্বব্যাপী এআই ল্যান্ডস্কেপে নতুন মাত্রা যোগ করছে।   সূত্র: ভেঞ্চারবিট, ভয়েস৭নিউজ, সিএনবিসি

image

আপনার মতামত দিন