ক্যানভাস ও অডিও ওভারভিউ যুক্ত হলো জেমিনিতে

প্রকাশ: বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png টেকভয়েস২৪  ডেস্ক
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png
  ছবি: সংগৃহীত
গুগল তাদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট জেমিনিতে দুটি নতুন সুবিধা যুক্ত করেছে ‘ক্যানভাস’ ও ‘অডিও ওভারভিউ’।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, এই নতুন ফিচারগুলো ব্যবহারকারীদের গবেষণা, কনটেন্ট তৈরি, সফটওয়্যার ডেভেলপমেন্টসহ দলগত কাজ আরও সহজ ও কার্যকরভাবে সম্পাদনে সহায়তা করবে।

গুগলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সুন্দর পিচাই এক্স (সাবেক টুইটার) প্ল্যাটফর্মে এক পোস্টে জানিয়েছেন, ‘আমরা আজকে জেমিনি অ্যাপে ক্যানভাস ও অডিও ওভারভিউ সুবিধা চালু করছি।’

তার মতে, নতুন এই আপডেট জেমিনিকে আরও শক্তিশালী করে তুলবে এবং ব্যবহারকারীদের জন্য নতুন সুযোগ তৈরি করবে। বিশেষ করে, যেসব ব্যবহারকারী গবেষণা, দলগত কাজ বা কনটেন্ট তৈরি করেন, তারা এআই-এর সাহায্যে আরও দক্ষতার সঙ্গে কাজ করতে পারবেন।

‘অডিও ওভারভিউ’ একটি নতুন ফিচার, যা ব্যবহারকারীদের নথি, স্লাইড ও গবেষণা প্রতিবেদনকে পডকাস্টের মতো করে শোনার সুযোগ দেবে। এটি গবেষক, শিক্ষার্থী ও পেশাদারদের জন্য বিশেষভাবে উপকারী হতে পারে, কারণ এটি দীর্ঘ তথ্য পাঠের পরিবর্তে দ্রুত শোনার সুবিধা প্রদান করবে।

‘ক্যানভাস’ হলো একটি ইন্টারেক্টিভ টুল, যা ব্যবহারকারীদের দ্রুত প্রোটোটাইপ তৈরি ও বাস্তব সময়ের সম্পাদনার সুযোগ দেবে। এটি বিশেষত ডিজাইনার, ডেভেলপার ও কনটেন্ট নির্মাতাদের জন্য গুরুত্বপূর্ণ হবে। এআই-এর সহায়তায় ব্যবহারকারীরা কনটেন্ট ডিজাইন ও সফটওয়্যার ডেভেলপমেন্টে নতুন মাত্রা যোগ করতে পারবেন।

গুগলের এই নতুন ফিচারগুলো জেমিনিকে আরও কার্যকর ও ব্যবহারবান্ধব করে তুলবে। গবেষণা, সফটওয়্যার ডেভেলপমেন্ট, এবং কনটেন্ট তৈরির ক্ষেত্রে এআই ব্যবহারের নতুন দিগন্ত উন্মোচন করবে ‘ক্যানভাস’ ও ‘অডিও ওভারভিউ’।

অডিও ওভারভিউ সুবিধাটি নথি, স্লাইড ও গবেষণা প্রতিবেদনকে পডকাস্টের মতো অডিও কনটেন্টে রূপান্তর করতে পারে। এই সুবিধা ব্যবহার করতে হলে ব্যবহারকারীদের নির্দিষ্ট ফাইল আপলোড করতে হবে। এরপর জেমিনি সেই ফাইলের সারসংক্ষেপ তৈরি করে একটি অডিও ওভারভিউ দেবে, যা ব্যবহারকারীরা চলতি পথে শুনতে পারবেন। প্রাথমিকভাবে অডিও ওভারভিউ সুবিধাটি শুধু ইংরেজি ভাষায় ব্যবহার করা যাবে।

বিশেষজ্ঞদের মতে, এ ধরনের আপডেট এআই চ্যাটবটগুলোর ভবিষ্যৎ সম্ভাবনাকে আরও প্রসারিত করবে। সূত্র: টাইমস অব ইন্ডিয়া

আপনার মতামত দিন