১০ জানুয়ারি থেকে বাংলাদেশ ই-স্পোর্টস কার্নিভালের নিবন্ধন করা যাবে

প্রকাশ: মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png নিজস্ব প্রতিবেদক
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png
  ছবি: সংগৃহীত
দেশজুড়ে শুরু হতে যাচ্ছে প্রযুক্তি নির্ভর গেইমের প্রতিযোগিতা বাংলাদেশ ই-স্পোর্টস কার্নিভাল ২০২৫। রোবোটিকস, মোবাইল ও পিসি গেমস এবং অ্যাপ্লিকেশনস নিয়ে অনুষ্ঠিতব্য ইভেন্টে যোগ দিতে করতে হবে অনলাইন নিবন্ধন।

এখানে ক্লিক করেই আগামী ১০ জানুয়ারি থেকে নিবন্ধন করতে পারেবন আগ্রহীরা। নিবন্ধন বিনামূল্যে সবার জন্য উন্মুক্ত থাকবে আগামী ২৭ জানুয়ারি তারিখ পর্যন্ত।

ওয়েবসাইট ঘেঁটে দেখা গেছে, ইভেন্টটিতে রয়েছে- মোবাইল গেইম মোবাইল লিজেন্ডস ও ই-ফুটবল এবং ভ্যালোরেন্ট, এফসি ২৫ পিসি গেইম। রোবটিক গেইমের মধ্যে রয়েছে ২ ক্যাটাগরির ব্যাটল বট, লাইন ফলোয়িং রোবট রেস এবং রোবট সকার।

গেমিং, উদ্ভাবন এবং প্রযুক্তি-ভিত্তিক অনুপ্রেরণার মিশেলে ইভেন্টটিতে গেমের মডেলের নকশা এবং মডেলের সাথে নতুন আইডিয়া প্রদর্শন করার সুযোগ পাবেন থাকছে সকল শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত। এছাড়াও ব্যাটল বট, বট সকার এবং লাইন ফলোয়িং পাজল সল্ভ সহ বট প্রতিযোগিতায় নিজেদের গেমিং নৈপুন্য দেখানো সুযোগ পাবেন গেইম প্রেমীরা। একইসঙ্গে ভার্চুয়াল গেইম প্রতিযোগিতা সহ বিভিন্ন ধরনের আয়োজন থাকবে বলেও জানিয়েছেন আয়োজকরা।

ওয়ার্ল্ড এআই অ্যান্ড রোবোটিকস্ ফাউন্ডেশনের (ডব্লিউএআরএফ) অধীনে এই কার্নিভাল পারিচালনা করবে বাংলাদেশের প্রথম প্রোগ্রামিং ও রোবোটিকস্ কমিউনিটি বাংলাদেশ স্টুডেন্টস্ প্রোগ্রামিং অ্যান্ড রোবোটিকস্ ক্লাবের (বিএসপিআরসি)।

সোমবার রাজধানীর হোটেলে সংবাদ সম্মেলন করে জানানো হয়েছে ইভেন্টটির কো-পার্টনার স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ। প্রযোজনা করছে গিগাবাইট।

ফয়সাল তিতুমীরের উপস্থানায় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ডব্লিউএআরএফের প্রেসিডেন্ট ড. মাহবুবুর রহমান, বিএসপিআরসির প্রতিষ্ঠাতা পরিচালক মো. আলীমুজ্জামান, বিএসপিআরসির প্রতিষ্ঠাতা ফারহানা জাহান, স্টেট ইউনিভার্সিটির উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. নওজিয়া ইয়াসমিন, গিগাবাইটের বাংলাদেশ কান্ট্রি ম্যানেজার খাজা মো. আনাস খান, এটিএন বাংলা’র সিনিয়র উপদেষ্টা (প্রোগ্রাম) নাওয়াজিহ আলী খান এবং স্টেট ইউনিভার্সিটি’র সিএসই বিভাগের সহকারী অধ্যাপক শাহ রেজা এম ফাহাদ হোসেন।
image

আপনার মতামত দিন