মানুষের মতো বিদ্যুচ্চালিত গাড়ি উৎপাদন করছে হিউম্যানয়েড রোবট

প্রকাশ: শুক্রবার, ১২ জুলাই, ২০২৪
Image
news-banner
  ছবি:
সময়ের পরিবর্তনের ফলে প্রতিদিন একটু একটু করে বদলে যাচ্ছে প্রযুক্তি বিশ্ব। মানুষের জায়গায় স্থান পাচ্ছে প্রযুক্তিনির্ভর হিউম্যানয়েড রোবট বা যন্ত্রমানব। ওই পরিবর্তনের ধারাবাহিকতায় সামিল হলো চীনের বিদ্যুচ্চালিত গাড়ি (ইভি) উৎপাদনকারী কোম্পানি নিও।

কোম্পানিটি বিদ্যুচ্চালিত গাড়ি (ইভি) উৎপাদনে হিউম্যানয়েড রোবট কুয়াভোর ব্যবহার শুরু করেছে। রোবটটি তৈরি করেছে জাপানের লেজু রোবোটিকস।

লেজু রোবোটিকস এমন হিউম্যানয়েড রোবট বানিয়েছে যে, এটি মানুষের মতো বিদ্যুচ্চালিত গাড়ি (ইভি) উৎপাদনের কাজ করতে সক্ষম। 

কোম্পানি জানায়, এটি হারমনিওএস অপারেটিং সিস্টেমযুক্ত প্রথম রোবট, যেটি হুয়াওয়ে চলতি বছরের জুনে এইচডিসি ডেভেলপার কনফারেন্সে প্রদর্শন করা হয়েছিল।

জানা গেছে,  এর আগে চলতি বছরের শুরুর দিকে নিও তাদের কারখানায় ইউবি টেকের তৈরি ওয়াকার এস নামে আরেকটি রোবটের পরীক্ষা চালিয়েছিল। সেটি ছিল ইভি তৈরিতে রোবট ব্যবহারের প্রথম ঘটনা। এর মাধ্যমে গাড়ি নির্মাণে হিউম্যানয়েড রোবট ব্যবহারে অগ্রগামী হয় নিও।

স্বতন্ত্র রোবটের তুলনায় হিউম্যানয়েড উৎপাদনেই নিওর আগ্রহ বেশি। চলতি বছরের এপ্রিলে চীনে হিউম্যানয়েড রোবট ইকোলজি কনফারেন্সে এ নিয়ে কাজ করতে একটি স্কোয়াড গঠনের কথা জানায় কোম্পানিটি।

এ সময় নিওর হিউম্যানয়েড রোবট ফর ইন্টেলেকচুয়াল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান ইয়ি পিং বলেন, ‘‌সংকীর্ণ স্থানে একই সঙ্গে একাধিক কাজ করতে সক্ষম এমন হিউম্যানয়েড রোবোটিক আর্ম (হাত) উন্নয়নই তাদের লক্ষ্য। ইভির গুণগত মান যাচাইয়ের এমন আর্ম ব্যবহার করতে চায় কোম্পানিটি।’ সূত্র:  গিজমোচায়না, আরব নিউজ ।

Leave Your Comments