নিজেদের বানানো স্যাটেলাইট মহাকাশে উৎক্ষেপণ করলো তুরস্ক

প্রকাশ: শুক্রবার, ২৬ জুলাই, ২০২৪
Image টেকভয়েস২৪  ডেস্ক
news-banner
  ছবি: সংগৃহীত
সম্পূর্ণভাবে নিজেদের প্রযুক্তি ও উপাদানে তৈরি যোগাযোগ স্যাটেলাইট তার্কসাত ৬এ মহাকাশে উৎক্ষেপণ করেছে তুরস্ক। মঙ্গলবার (৯ জুলাই)  যুক্তরাষ্ট্রের কেপ ক্যানাভেরাল স্পেস ফোর্স স্টেশনের প্যাড থেকে উৎক্ষেপণ করা হয় স্যাটেলাইটটি। 

উৎক্ষেপণের জন্য স্পেসএক্সের ফ্যালকন ৯ মডেলের একটি রকেট ব্যবহার করা হয়। স্পেসএক্স মূলত মহাকাশযান অভিযানের জন্য বিভিন্ন সরঞ্জাম প্রস্তুত করে।

তুরস্কের প্রেসিডেন্ট এক বিবৃতিতে বলেন, তাকসাত ৬এ’র উৎক্ষেপণকে দেশটির জাতীয় স্যাটেলাইট নির্মাণ প্রকল্পের ইতিহাসের ‘নতুন অধ্যায়’। তার্কসাত ৬এ আমাদের জাতীয় সক্ষমতা ও যোগ্যতার একটি উজ্জল নজির। যোগাযোগ বা কমিউনিকেশন স্যাটেলাইট তার্কসাত ৬ এ-এর কাজ হবে মূলত টেলি যোগাযোগ এবং টেলিভিশন সম্প্রচারে নির্বিঘ্ন করা।

প্রকল্পের কর্মকর্তারা রয়টার্সকে জানিয়েছেন, তার্কসাত ৬এ প্রস্তুত করতে তাদের সময় লেগেছে ১০ বছর। সূত্র: দ্য রয়টার্স

Leave Your Comments