ঢাকায় ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) বিশেষ সাধারণ সভা-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৬ অক্টোবর) মহাখালির রাওয়া ক্লাবে সভাটি হয়। এতে সভাপতিত্ব করেন আইএসপিএবি’র সভাপতি মো. ইমদাদুল হক। সভায় আইএসপিএবি’র কার্যনির্বাহী পরিষদ ও সাধারণ সদস্যর উপস্থিত ছিলেন।
সভায় আইএসপিএবি’র সাধারণ সম্পাদক নাজমুল করিম ভূঞাঁ উপস্থিত সাধারণ সদস্যদের মাঝে সদস্য ধরণ নির্ধারণসহ অন্যান্য ধারা-উপধারা আইএসপিএবির সংঘস্বারক ও সংঘবিধিতে সংশোধন করার জন্য প্রস্তাবনাসমূহ ও সুপারিশগুলো যথাযথভাবে উপস্থাপন ও বিস্তারিত ব্যাখ্যা প্রদান করেন।
উপস্থিত সদস্যগণ প্রস্তাবনাগুলোর পক্ষে/বিপক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করে প্রত্যেক লেয়ার থেকে প্রতিনিধি নিশ্চিত করার বিষয়ে সকল সদস্যকে লেয়ারভিত্তিক অনুযায়ী সাধারণ সদস্য পদবি নির্ধারণ করার প্রস্তাবনাটি সহ অন্যান্য ধারা-উপধারাগুলির উপর অভিমত/মতামত রাখেন।
সভাপতি সদস্যদের মতামত প্রদানের আলোকে, আইএসপিএবির সকল সদস্যদের সাধারণ সদস্য পদবি নির্ধারণ ও অন্যান্য ধারা-উপধারা সংশোধনকল্পে হাত উত্তোলন ও কন্ঠ ভোটের আয়োজন করেন।
উপস্থিত সকল সদস্যদের সংখ্যাগরিষ্ঠ হাত উত্তোলন ও কণ্ঠভোটের ফলাফল অনুযায়ী প্রত্যেক লেয়ার থেকে প্রতিনিধি নিশ্চিতকরণে সকল সদস্যদেরকে লেয়ার ভিত্তিক/অনুযায়ী সাধারণ সদস্য পদবি নির্ধারণ করার প্রস্তাবনাটি সহ অন্যান্য ধারা ও উপধারাগুলি সংঘস্মারক এবং সংঘবিধি পরিবর্তনে প্রয়োগ করার সিদ্ধান্তটি অনুমোদিত হয়।
সভায় সাধারণ সদস্যদের মধ্যে সাবেক সভাপতি আমিনুল হাকিম, অগ্নি সিস্টেমের মোহাম্মাদ আব্দুল সালাম, এক্সসেস টেল-এর রেজাউল করিম, বাংলানেট টেকনোলজির জোবায়ের আল মাহমুদ, ব্রিক্স সিস্টেমের সোহেল ইসলাম, এডিএন’র আজহার চৌধুরী জুয়েল, তালমুড়ি ব্রডব্যান্ডের এমদাদুল হক কাফি, মাজেদা নেটওয়ার্কে’র নেয়ামুল হক, এফআরসি কমিউনিকেশনের রাইসুল বাদল, আইটিবেসের মীর মোশাররফ হোসাইন,রেড ডেটার মঈনুদ্দিন আহমেদ, এফএনএফ’র শাহরিয়ার রুবেন্স, মিলেনিয়াম কম্পিটার্স’র কাজী সাজ্জাদ হোসেন রতন প্রমুখ বক্তব্য দেন।