ঢাকা কমিকন ও ইশো’র আয়োজনে হ্যালোউইন হন্টেড হাউজ এক্সপেরিয়েন্স

প্রকাশ: মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png টেকভয়েস২৪  ডেস্ক
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png
  ছবি: সংগৃহীত
এবছরের হ্যালোউইন-কে সামনে রেখে দেশের প্রথম ও সবচেয়ে বড় পপ-কালচার প্ল্যাটফর্ম ‘ঢাকা কমিকন’ এবং ফার্নিচার ব্র্যান্ড ‘ইশো’ নিয়ে আসছে ঢাকার সবচেয়ে রোমাঞ্চকর হন্টেড হাউজ এক্সপেরিয়েন্স।

আগামীকাল (৩১ অক্টোবর, বৃহস্পতিবার) বিকেল ৪:৩০ থেকে সন্ধ্যা ৭:৩০ পর্যন্ত বারিধারাইয় অবস্থিত ইশো স্টোরে হ্যালোউইন সেলিব্রেশন ইভেন্টটি হবে, যেখানে ভয়ঙ্কর সব চমক এবং মজার কিছু অ্যাক্টভিটিস থাকবে।

ইভেন্টের প্রধান আকর্ষণগুলোর মধ্যে থাকবে হন্টেড হাউজ, মিস্টিক ফরচুন রিডিং, থিমড ফটোবুথ এবং কাস্টম ক্যারিকেচার পোর্ট্রেটস। আগতদের তাদের প্রিয় হরর চরিত্রের সাজে ইভেন্টে অংশগ্রহণের অনুরোধ জানানো হচ্ছে। সবার মধ্যে যার সাঁজ সেরা হবে তিনি পাবেন এক্সক্লুসিভ ইশো গিফট বক্স, গিফট ভাউচার অথবা ঢাকা কমিকনের পক্ষ থেকে একটি হরর আইকন অ্যাকশন ফিগার জেতার সুযোগ।

এবারের হ্যালোউইন আরও স্পেশাল করে তুলতে আজই রেজিস্ট্রেশন করুন। আসন সংখ্যা খুবই সীমিত। রেজিস্ট্রেশন করুন এই লিংকে
image

আপনার মতামত দিন