ডিজিটাল টুইন: কৃত্রিম বুদ্ধিমত্তায় নতুন যাত্রা শুরু করল এমআইএসটি

প্রকাশ: মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png নিজস্ব প্রতিবেদক
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png
  ছবি: সংগৃহীত

মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি) দেশের বিদ্যুৎ খাতে নতুন দিগন্ত খুলতে কাজ শুরু করেছে। তারা জাতীয় বিদ্যুৎ গ্রিডের জন্য এআই-নির্ভর ‘ডিজিটাল টুইন’ তৈরি করছে। এই প্রযুক্তির মাধ্যমে গ্রিডে যুক্ত হবে স্মার্ট সোলার সিস্টেম, যা বিদ্যুৎ ব্যবস্থাকে করবে আরও আধুনিক ও কার্যকর।

সোমবার (২৯ সেপ্টেম্বর) বাংলাদেশ এনার্জি অ্যান্ড পাওয়ার রিসার্চ কাউন্সিল (বিইপিআরসি) এর সঙ্গে এ বিষয়ে একটি গবেষণা চুক্তি সই করেছে এমআইএসটি। 

রাজধানীর রমনায় বিইপিআরসি মিলনায়তনে অনুষ্ঠিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (বুয়েট) ডক্টর এবিএম বদরুজ্জামান, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাস্ট) উপাচার্য অধ্যাপক ড. এ. এম. সারওয়ারউদ্দিন চৌধুরী এবং  মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি’র (এমআইএসটি) কমান্ড্যান্ট মেজর জেনারেল মোঃ নাসিম পারভেজ। 

জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলের চেয়ারম্যান মোহাম্মাদ ওয়াহিদ হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যুৎ বিভাগের সচিব ফারজানা মমতাজ। 

অন্যান্যের মধ্যে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)-এর চেয়ারম্যান হলেন প্রকৌশলী মোঃ রেজাউল করিম , টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষ (স্রেডা)-এর চেয়ারম্যান মোজাফফর আহমেদ, বিইপিআরসি ও বিইআরসি’র সদস্যরা চুক্তি সই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 

জানাগেছে, চুক্তি বাস্তবায়নে ১ কোটি ৬৩ লাখ টাকার “ডিজিটাল টুইন অব সোলার ফটোভোল্টাইক প্ল্যান্ট উইথ এআই” শীর্ষক একটি প্রকল্প গ্রহণ করেছে এমআইএসটি। চুক্তি অনুযায়ী সোলার পিভি প্লান্ট স্থাপন করে সেখান থেকে উৎপাদিত বিদ্যুত জাতীয় গ্রিডে যুক্ত করতে তারা এআই ভিত্তিক একটি ডিজিটাল টুইন তৈরি করবে। এর মাধ্যমে দেশের প্রযুক্তি উন্নয়নের কেন্দ্র হিসেবে নিজেদের মেলে ধরতে চাইছে প্রতিষ্ঠানটি। ফলে এই উদ্যোগকে বাংলাদেশের গবেষণা ও উদ্ভাবনে এক বড় অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। 
 

image

আপনার মতামত দিন